বসিরহাটে (Basirhat) রাতের অন্ধকারে নৃশংসভাবে খুন হলেন তৃণমূল কর্মী আনার মোল্লা। শুধু গুলি চালিয়ে ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা, এরপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা।
ঘটনাটি ঘটেছে বসিরহাট (Basirhat) মহকুমার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা গ্রামের হাজিবাগ মোড়ে। সোমবার রাত ৯টা নাগাদ বাড়ি (Basirhat) থেকে কিছুটা দূরে ছিলেন আনার মোল্লা। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী মোটরবাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। বয়স মাত্র ২৮ বছর।
গুলি লেগে লুটিয়ে পড়েন আনার। তখনই দুষ্কৃতীরা আবার তাঁর উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বারবার কোপানো হয়, যেন কোনওভাবে বেঁচে না যান (Basirhat) ।

আনার মোল্লা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয় মানুষজন দৌড়ে আসেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা জানান, আনার মোল্লা আর বেঁচে নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা হাজিবাগ মোড়ে চা খাচ্ছিলেন। হঠাৎ গুলি চলার শব্দ শুনে তাঁরা ছুটে যান। তারা বলেন, ১২-১৫ জন দুষ্কৃতী হেঁটে এসে মোটরবাইকে বসে থাকা আনারকে ঘিরে ফেলে, গুলি চালায় ও পরে ধারাল অস্ত্র দিয়ে কোপায়।
এই খুনের পেছনে জমি সংক্রান্ত বিবাদ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। বিজেপি নেতা সজল ঘোষ এই খুন নিয়ে মন্তব্য করে বলেন, “হয়ত দেখা যাবে, উনিও জমি মাফিয়া ছিলেন। বিবাদের কারণেই খুন।” ঘোনা গ্রামে এই ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।