Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • একতলায় একা মা, ছেলেবউ দোতলায়—সকালে ফাঁকা বাড়িতে ঢুকে ধর্ষণ! বারুইপুরে স্তম্ভিত সবাই!
জেলা

একতলায় একা মা, ছেলেবউ দোতলায়—সকালে ফাঁকা বাড়িতে ঢুকে ধর্ষণ! বারুইপুরে স্তম্ভিত সবাই!

rape
Email :5

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur) এক গৃহস্থ বাড়িতে ঘটে গেল এক ভয়াবহ ও নারকীয় ঘটনা। অভিযোগ, এক ৫৭ বছর বয়সি বৃদ্ধা, যিনি বাড়ির একতলায় একা থাকতেন, তাঁকে চুরি করতে ঢুকে মারধর ও ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত (Baruipur)। এই ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। তদন্তে নেমেছে পুলিশ (Baruipur)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে গিয়েছিলেন বৃদ্ধার স্বামী। সেই সময় বাড়ির দরজা খোলা ছিল (Baruipur)। সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়ে এক ব্যক্তি। প্রথমে বৃদ্ধাকে ভয় দেখিয়ে আলমারির চাবি চাইলে তিনি দিতে অস্বীকার করেন। তাতেই ক্ষিপ্ত হয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় তাঁর হাতে থাকা আংটি ও বালা। এরপর ঘটে নারকীয় ঘটনা—পরিবারের দাবি অনুযায়ী, বৃদ্ধাকে ধর্ষণ করা হয় ।

ঘটনার পর বৃদ্ধাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে, সেখানে তাঁর শারীরিক পরীক্ষাও করা হয়েছে। অভিযুক্তকে এখনও পর্যন্ত চিহ্নিত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

এই ঘটনার পর বারুইপুরে চরম উত্তেজনা। সমাজের বুকে রীতিমতো প্রশ্ন ছুড়ে দিয়েছে এই নির্মম অত্যাচার—এক নিরাপদ আশ্রয় কি আর বাড়িও নয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts