Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভাষা আন্দোলনের মঞ্চেই বিস্ফোরণ! বিজেপি নেতাদের ঘরে আটকে রাখার হুমকি তৃণমূল নেতার—পাল্টা চ্যালেঞ্জে বিজেপি!
জেলা

ভাষা আন্দোলনের মঞ্চেই বিস্ফোরণ! বিজেপি নেতাদের ঘরে আটকে রাখার হুমকি তৃণমূল নেতার—পাল্টা চ্যালেঞ্জে বিজেপি!

kaushik batball
Email :19

ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভাষা প্রতিবাদ আন্দোলন। সেই আন্দোলনের অংশ হিসেবে রবিবার বাঁকুড়ার (Bankura) জয়পুরে আয়োজিত সভায় তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল এমন এক মন্তব্য করে বসলেন, যা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে (Bankura) ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে কৌশিক বটব্যাল (Bankura) সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভিন রাজ্যে যদি কোনও বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচারের খবর আসে, তাহলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই এ রাজ্যের বিজেপি নেতাদের বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে গৃহবন্দি করে রাখা হবে।”

তাঁর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় উঠে রাজনৈতিক মহলে। কেবল তাই নয়, ওই মঞ্চ থেকেই তিনি রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়কদেরও একইভাবে গৃহবন্দি করার হুঁশিয়ারি দেন (Bankura) । পরে নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, তাঁর বক্তব্য ছিল একটি গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা—যেখানে জনগণ ক্ষোভ প্রকাশ করবে এবং তৃণমূল সেই সাধারণ মানুষের পাশে থাকবে।

তবে, এই বক্তব্যে রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস কড়া ভাষায় পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “বাজার গরম করতে এসব বলে যাচ্ছেন তৃণমূলের স্থানীয় নেতারা। ক্ষমতা থাকলে গৃহবন্দি করে দেখান!” তিনি আরও বলেন, এই ধরনের মন্তব্য গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বার্তা বহন করছে এবং সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে।

এই ঘটনায় একদিকে যেমন নতুন করে তৃণমূল-বিজেপি সংঘাত চরমে উঠেছে, তেমনই ভাষা আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে এই ধরনের হুঁশিয়ারি রাজনীতির মাঠে বিস্ফোরক পরিস্থিতি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী দিনে এই মন্তব্য রাজ্য রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts