সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ক্রমেই বাড়ছে। তার মধ্যেই এবার চাঞ্চল্যকর খবর। বিএসএফের হাতে ধরা পড়েছেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন সেনা আধিকারিক আফরুজ্জামান। জানা গিয়েছে, তিনি হাসিনা সরকারের আমলে সেনাবাহিনীর সচিব পদে ছিলেন (Bangladesh)। এছাড়াও তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের এসিপি হিসেবে দায়িত্বে ছিলেন। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন সাতক্ষীরা জেলায়। অবশেষে প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন তিনি (Bangladesh)।
শনিবার রাতের ঘটনা। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্ট দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন আফরুজ্জামান। সেই সময় সীমান্তে টহলরত ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় (Bangladesh)।
সূত্রের খবর, আফরুজ্জামানের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে বিএসএফ। সব নথিই পরে উচ্চপদস্থ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত জানানো হয় ভারত ও বাংলাদেশের হাই কমিশনারকে। দুই দেশের মধ্যে ইতিমধ্যেই তথ্য আদান-প্রদান শুরু হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ইউনূস সরকারের শাসনে নিরাপত্তাহীনতার কারণেই দীর্ঘ কয়েক মাস সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে ছিলেন আফরুজ্জামান। শনিবারের প্রাকৃতিক দুর্যোগের সুযোগে সীমান্ত পেরোতেই তিনি ধরা পড়েন। বর্তমানে তাঁকে স্বরূপনগর থানায় রাখা হয়েছে। রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে তাঁকে।