Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Siliguri corridor: সীমান্তে উত্তেজনার জের! দার্জিলিং ও শিলিগুড়িতে ড্রোন ব্যবহারে জারি করা হল নিষেধাজ্ঞা
জেলা

Siliguri corridor: সীমান্তে উত্তেজনার জের! দার্জিলিং ও শিলিগুড়িতে ড্রোন ব্যবহারে জারি করা হল নিষেধাজ্ঞা

Email :2

যদিও সংঘর্ষবিরতি ঘোষিত হয়েছে (Siliguri Corridor), তা সত্ত্বেও পাকিস্তানের তরফে তা লঙ্ঘনের অভিযোগ উঠছে (Siliguri Corridor)। সম্প্রতি জম্মু-কাশ্মীর সীমান্ত কিছুটা শান্ত থাকলেও সামগ্রিকভাবে এখনও সীমান্ত পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ (Siliguri Corridor)। কড়া নজরদারিতে রয়েছে দেশের সমস্ত সীমান্ত এলাকা। বাংলার সীমান্ত অঞ্চলও তার ব্যতিক্রম নয় (Siliguri Corridor)।

বিশেষ করে ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডোর ঘিরে বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে শিলিগুড়ি ও দার্জিলিং জেলায় ড্রোন উড়িয়ে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

অনুষ্ঠান, রিলস তৈরির কাজ বা তথ্যচিত্র নির্মাণের জন্য সাধারণত বহু মানুষ ড্রোন ব্যবহার করে থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নাশকতার আশঙ্কা মাথায় রেখে রবিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং দার্জিলিং জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ড্রোন ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

সেনা ছাউনি, রেল স্টেশন, বিমানবন্দর সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই অঞ্চলে। ফলে নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত অনিবার্য ছিল বলেই জানিয়েছে প্রশাসন। পুলিশের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কেউ যদি অনুমতি ছাড়াই ড্রোন ব্যবহার করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ‘চিকেনস নেক’ করিডোরের পাশেই রয়েছে নেপাল এবং বাংলাদেশ সীমান্ত। ফলে কৌশলগত দিক থেকেও এই অঞ্চল অত্যন্ত সংবেদনশীল। এখানকার নিরাপত্তা রক্ষায় রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিএসএফ, সেনাবাহিনী, সিআরপিএফ এবং এসএসবি।

প্রতিদিন অসংখ্য পর্যটক শিলিগুড়ি ও দার্জিলিংয়ে ভিড় করেন এবং ড্রোন ব্যবহার করে প্রাকৃতিক দৃশ্য ধারণ করেন। তবে বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কার্যকলাপকে সীমিত করতে বাধ্য হয়েছে প্রশাসন। নিরাপত্তা সংক্রান্ত তথ্য বা ছবি ফাঁস হওয়ার আশঙ্কা থেকেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts