Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Baduria: পাউরুটিতে কামড় বসাতেই পোড়া বিড়ি! ‘স্মোকি সারপ্রাইজ’-এ উত্তাল বাদুরিয়া
জেলা

Baduria: পাউরুটিতে কামড় বসাতেই পোড়া বিড়ি! ‘স্মোকি সারপ্রাইজ’-এ উত্তাল বাদুরিয়া

Email :140

সকাল সকাল চায়ের দোকানে গিয়ে কে আর এমন ‘স্মোকি ব্রেকফাস্ট’ (Baduria) আশা করে! বাদুড়িয়ার (Baduria) হায়দারপুর এলাকায় শুক্রবার সকালের চা-পর্বে রীতিমতো নাটকীয় মোড় নেয়।

চায়ের সঙ্গে বিস্কুটের বদলে পাঁউরুটি (Baduria) হাতে নিয়েছিলেন আজানুর রহমান। দু’টো কামড় দিয়ে যখন ভাবছেন, “ভালই চলছে,” তখনই যেন মুখ থেকে ধোঁয়া বেরোতে চাইল। কারণ, রুটির ভেতর থেকে উঁকি মারছে একখানা আধপোড়া বিড়ি!

ভাগ্য ভালো যে সেটা পুরোপুরি জ্বলন্ত ছিল না। তবে দর্শনেই পরিষ্কার — কেউ সেটা যথাসম্ভব উপভোগ করে প্যাকেটের বদলে ঢুকিয়ে দিয়েছে রুটির ভিতরে!

এই ‘ফ্লেভার্ড’ রুটি দেখে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত চা-সঙ্গীরা। কেউ বলেন, “এবার রুটির সঙ্গে আগুনও ফ্রি!” কেউ আবার জানতে চান, “কাল কেকের মধ্যে গুটখা পাওয়া যাবে?”

রেগে গিয়ে চায়ের দোকানে একচোট ভাঙচুর হয়। দোকানদার শেখ মাসুদের যদিও সাফাই, “রুটি তো আমায় দেয় এক লোক। আমি তো আর এক এক করে কাটাছেঁড়া করে দেখি না!” এখন তিনিও খুঁজছেন ওই ‘রুটিপুরুষ’ কে, যিনি পাঁউরুটিকে পরিণত করেছেন পকেট অ্যাশট্রে-তে।

এদিকে স্থানীয়দের দাবি, “এমনটা যদি নিয়মিত হয়, তাহলে ভবিষ্যতে চায়ের সঙ্গে আগুন নেভানোর বালতি রাখতেই হবে!”

চায়ের দোকানে রুটি-বিড়ির যুগলবন্দি দেখে প্রশ্ন একটাই — এ কী নতুন কোনও ফিউশন খাবারের সূচনা, না খাবারের প্যাকেটে সিনেমার চমক?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts