কুলটির সীতারামপুরে ঘটে যাওয়া এক তরুণের রহস্যময় খুনের ঘটনায় এবার সামনে এল চাঞ্চল্যকর মোড় (Asansole)। প্রায় এক মাস ধরে চলা তদন্তের পর অবশেষে সত্যি প্রকাশ্যে এল। যাকে ঘিরে শুরু থেকে সন্দেহের তির ছিল, সেই প্রেমিকা পাম্মি শর্মা আদৌ খুনি নন—দেবজ্যোতি সিং ওরফে দেবকে নির্মমভাবে খুন করেছে রাহুল মাজি নামে রূপনারায়ণপুরের এক জল ব্যবসায়ী (Asansole)। পুলিশের দাবি, প্রেম, প্রতিহিংসা আর প্রতারণার এক জটিল ফাঁদেই নিঃশেষ হয়ে গেল দেবের জীবন (Asansole)।
ঘটনা ৪ জুন রাতে, কুলটি থানার সীতারামপুর এলাকায়। রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দেবজ্যোতির গলাকাটা দেহ (Asansole)। নিঘার বাসিন্দা দেবজ্যোতি একটি প্রোমোটিং সংস্থায় কাজ করতেন। সেদিন নিজের প্রেমিকা পাম্মিকে বাড়ি পৌঁছে দেওয়ার পর পথে তাঁর গলার নলি কেটে খুন করা হয়। ঘটনার পরপরই দেবের মা অভিযোগ জানান যে, তাঁর ছেলেকে খুন করেছে তার প্রেমিকা। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় পাম্মি শর্মাকে (Asansole)।
কিন্তু তদন্ত যত এগোতে থাকে, ততই খুলতে থাকে প্রেম-প্রতিশোধ আর ষড়যন্ত্রের আসল পর্দা। তদন্তকারীরা জানতে পারেন, দেবজ্যোতির সঙ্গে শুধু পাম্মিই নয়, সম্পর্ক ছিল রাহুল মাজির প্রেমিকারও, যিনি দেবেরই অফিসে কাজ করতেন। এই সম্পর্কের খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়ে রাহুল। ক্রমেই জমতে থাকে ঈর্ষা, আর ঠিক সেখান থেকেই শুরু হয় খুনের ছক।
জানা গিয়েছে, দেবকে খুনের দিন স্কুটি নিয়ে তার পিছু নিয়েছিল রাহুল। পরিকল্পনা অনুযায়ী, এক নির্জন জায়গায় বাইক থামিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে সে। এরপর গলার নলি কেটে মৃত্যু নিশ্চিত করে। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে রাহুল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে হত্যার জন্য ব্যবহৃত ছুরিও।
এই চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পশ্চিম সন্দীপ কাররা জানিয়েছেন, রাহুলের সঙ্গে আরও দু’জন ছিল। তাদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে, রাহুলের এই হত্যার নেপথ্যে আদৌ পাম্মি শর্মার কোনও উস্কানি ছিল কিনা। কারণ পাম্মির সঙ্গেও রাহুলের যোগাযোগ ছিল, এমন তথ্য হাতে এসেছে পুলিশের। একাধিক প্রমাণ ঘিরে স্পষ্ট হয়ে উঠছে, এটি একটি পরিকল্পিত খুন।
এই ঘটনায় একদিকে যেমন উঠে এসেছে প্রেমঘটিত ত্রিকোণ সম্পর্কের জটিলতা, তেমনই সমাজকে নাড়িয়ে দিয়েছে প্রতিহিংসার এই ভয়াবহ পরিণতি। দেবের পরিবার এখন একটাই প্রশ্ন তুলছে—পথ চলতে চলতেই কেউ এমন মৃত্যু পেতে পারে?