দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ঘটল এক চাঞ্চল্যকর পারিবারিক খুনের ঘটনা (Arrested)। শুক্রবার রাতে পারিবারিক অশান্তি চরমে ওঠে প্রদীপ সর্দার এবং তাঁর স্ত্রী মৌসুমী সর্দারের মধ্যে। অভিযোগ, সেই সময় রাগের মাথায় স্বামী প্রদীপকে আক্রমণ করতে কাঁচি হাতে এগিয়ে যান মৌসুমী (Arrested)।
প্রদীপের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তাঁর বাবা স্বপন সর্দার (Arrested)। কিন্তু কপাল খারাপ, ছেলেকে বাঁচাতে গিয়ে বউমার হাতের কাঁচির কোপ এসে পড়ে তাঁর বুকেই। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, মূহুর্তে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্বপন।
তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং অভিযুক্ত মৌসুমী সর্দারকে গ্রেফতার (Arrested) করে।
শনিবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে খুনের (Arrested) তদন্ত। স্বপনের স্ত্রী সংবাদমাধ্যমকে জানান, “মৌসুমী আমার ছেলেকে খুন করতে যাচ্ছিল, আমার স্বামী বাঁচাতে গিয়ে মারা গেল। আমি তখন ঘরের কাজে ব্যস্ত ছিলাম। বুঝতেই পারিনি কী ভয়ানক কিছু ঘটে যাবে।”