কাশ্মীরের পহেলগাঁওয়ে সেনার পোশাক পরে হামলা চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী নদিয়ায় (Nadia)। সেনার পোশাক সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ হওয়া সত্ত্বেও, স্থানীয় বাজারে জলপাই রঙা ইউনিফর্ম (Nadia) দেদার বিক্রি হচ্ছে। প্রশাসনিক নিষেধাজ্ঞাকে (Nadia) বুড়ো আঙুল দেখিয়েই চলছে এই বেআইনি ব্যবসা।
নদিয়ায় প্রায় ১০০ কিলোমিটার জুড়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। সম্প্রতি ওপারের উত্তপ্ত পরিস্থিতির জেরে বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশ। অভিযোগ, স্থানীয় দালালদের মদতেই এদেশে ঢুকছে অনুপ্রবেশকারীরা। নদিয়ার বাসিন্দারা আশঙ্কা করছেন, কাশ্মীরের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে এখানেও। সেনার পোশাক পরে সহজেই জঙ্গিরা মিশে যেতে পারে সাধারণ মানুষের ভিড়ে।
স্থানীয় বাসিন্দা রূপকুমার ঘোষ বলেন, “সেনার পোশাক পরে অনুপ্রবেশকারী হামলা চালালে আমরা চিনব কীভাবে? খোলাখুলি এই পোশাক বিক্রি বন্ধ হওয়া উচিত।”
সবচেয়ে ভয়ংকর ছবি মিলছে কৃষ্ণনগরের পুলিশ লাইনের সামনেই— যেখানে কোনো বাধা ছাড়াই বিক্রি হচ্ছে সেনা-ইউনিফর্ম। নদিয়া, এমনকি গোটা পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলজুড়ে এখন উৎকণ্ঠা—সেনার পোশাক পরে দেশে হামলা চালানোর ষড়যন্ত্র কি সত্যিই ঘনিয়ে আসছে?
স্থানীয়দের জোর দাবি, সেনাবাহিনীর পোশাকের অবৈধ বিক্রি অবিলম্বে বন্ধ করে কড়া নজরদারি চালাক প্রশাসন।