আলিপুরদুয়ারে (Alipurduar) ফের গন্ধ পাচারচক্রের! ভুটান সীমান্তের কাছে জয়গাঁ এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্রাউন সুগার পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামল পুলিশ। বুধবার রাতে জয়গাঁর (Alipurduar) সীমান্ত সংলগ্ন একটি বাড়িতে হানা দিয়ে তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করে জয়গাঁ থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া এই তিনজনের মধ্যে রয়েছেন এক মহিলা। তবে পুলিশের হাত থেকে আপাতত বেঁচে গিয়েছে এই চক্রের মূল মাথা — সুমন তামাং ওরফে পাতাং।
গ্রেপ্তার হওয়া তিন পাচারকারীর (Alipurduar) নাম সুশান্ত তামাং, সাবিনা খাতুন ও অমিত থাপা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ—প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ভুটানি নোট এবং ৫০ হাজার টাকা ভারতীয় মুদ্রা। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকটি মোটরবাইক, স্কুটার ও মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে, ধৃত সুশান্ত তামাং আগে অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল।
জয়গাঁ থানার (Alipurduar) ওসি পালজার ভুটিয়া জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল যে সীমান্ত এলাকার সুমন তামাং নামে এক যুবক নিজের বাড়ি থেকেই আন্তর্জাতিক ড্রাগস পাচার চক্র চালাচ্ছে। গোপন সূত্রে নিশ্চিত হয়ে বুধবার রাতেই পুলিশ অভিযান চালায়। সেই সময় বাড়িতেই উপস্থিত ছিল চক্রের আরও তিন সদস্য, যাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে সুমন তামাং পুলিশের নাগালের বাইরে রয়ে গিয়েছে। তাকে ধরতে তল্লাশি চলছে।
অভিযোগ, জয়গাঁ সীমান্ত লাগোয়া এলাকা হয়ে ভুটানে ব্রাউন সুগার পাচার করা হচ্ছিল নিয়মিতভাবে। এই ঘটনায় আন্তর্জাতিক পাচারচক্রের বড়সড় জাল ভাঙার সম্ভাবনা দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, জয়গাঁ-ভুটান সীমান্ত বহুদিন ধরেই এমন পাচারের হাই রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এত সংগঠিত চক্রের সন্ধান এই প্রথম পাওয়া গেল বলে মনে করছে গোয়েন্দারা।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের হাতে এমন এক চক্রের সদস্যরা ধরা পড়ায় স্বস্তি পেলেও, মূল পান্ডা এখনও ধরা না পড়ায় স্থানীয়রা রয়েছে আতঙ্কে।