Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Siliguri: সেনা ছাউনির সঙ্গে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি! গ্রেফতার করতেই জানা গেল আসল পরিচয়
জেলা

Siliguri: সেনা ছাউনির সঙ্গে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি! গ্রেফতার করতেই জানা গেল আসল পরিচয়

Email :7

শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়া সেনা ক্যাম্পের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আসিয়া খান (Siliguri) । জানা গিয়েছে, তিনি (Siliguri) দীর্ঘদিন ধরে অসমে বসবাস করছিলেন এবং বর্তমানে শিলিগুড়িতে (Siliguri) ভাড়ায় থাকেন।

সূত্রের খবর, শনিবার সেনা ক্যাম্পের আশপাশে ঘোরাঘুরি করার পাশাপাশি তিনি ক্যাম্পের ভেতরে ঢোকার চেষ্টাও করেন। বিষয়টি নজরে আসতেই সেনা কর্তৃপক্ষ তাকে আটক করে এবং খবর দেন মাটিগাড়া থানায়। এরপর পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত আসিয়া খান জানান, সেনা ক্যাম্পে কর্মরত এক ব্যক্তি তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এবং সেই পাওনা আদায় করতেই তিনি সেখানে গিয়েছিলেন। তবে তিনি কাকে টাকা ধার দিয়েছেন, কত টাকা নিয়েছিলেন বা কবে নিয়েছিলেন—এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। ফলে তার বক্তব্যে অসঙ্গতি দেখা দিয়েছে, যা নিয়ে পুলিশের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। শিলিগুড়ির মতো জাতীয় নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকায় সেনা ক্যাম্পের কাছে এই ধরনের ঘটনা গোটা অঞ্চল জুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে অসমের কিছু নথি পাওয়া গিয়েছে এবং তার পরিবারের সদস্যরা বর্তমানে অন্যত্র বাস করেন। আসল উদ্দেশ্য কী ছিল, আদৌ কোনো সেনাকর্মীর সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

গোটা ঘটনার তদন্তে নেমেছে মাটিগাড়া থানা ও গোয়েন্দা বিভাগ। নিরাপত্তার স্বার্থে বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে কাজ করছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts