Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • সহকর্মী প্রেম নাকি প্রতিহিংসা? গলা কাটা দেহের রহস্যে পেছনের নাটকীয় মোড়! গ্রেফতার যুবতী!
জেলা

সহকর্মী প্রেম নাকি প্রতিহিংসা? গলা কাটা দেহের রহস্যে পেছনের নাটকীয় মোড়! গ্রেফতার যুবতী!

murder case
Email :70

কুলটির সীতারামপুর-এথোড়া রোডের ধারে পাওয়া গেল এক যুবকের গলা কাটা দেহ (Murder)। মৃত যুবকের নাম দেবজ্যোতি সিং, বয়স ২৭ বছর। প্রথম থেকেই দেবজ্যোতির পরিবার জানায়, তাঁর কোনও শত্রু ছিল না। ফলে কী কারণে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটল, তা নিয়ে ধন্দে ছিলেন তদন্তকারীরাও।

dead body m
মৃতদেহ উদ্ধার

ঘটনার তদন্তে নেমে উঠে আসে এক চাঞ্চল্যকর মোড় (Murder)। পুলিশ জানতে পারে, দেবজ্যতির সহকর্মী পম্পি শর্মা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ বুধবার পম্পিকে থানায় ডেকে পাঠায়। পম্পি পুরুলিয়ার পারবেলিয়ার বাসিন্দা এবং দেবজ্যতির অফিসের সহকর্মী ছিলেন।

জিজ্ঞাসাবাদের সময় পম্পির কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারীরা (Murder)। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টার সময় তাঁকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। এই হত্যাকাণ্ডের পিছনে ব্যক্তিগত সম্পর্ক, বা অন্য কোনও জটিল কারণ রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts