একুশে জুলাই শহিদ (21 July) সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় জখম হলেন একাধিক তৃণমূল কর্মী। রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে হাওড়া জেলার জগৎবল্লভপুরের হাওয়াখানা এলাকায়। জানা গিয়েছে, হুগলির খানাকুলের বালিপুর থেকে একটি গাড়িতে প্রায় ৩০-৩৫ জন তৃণমূল কর্মী-সমর্থক ধর্মতলার শহিদ মঞ্চের (21 July) উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু যাত্রাপথেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা বাসে। ধাক্কার জেরে গাড়ির ছাদে থাকা বেশ কয়েকজন সজোরে ছিটকে পড়ে যান রাস্তায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হাওয়াখানায় পৌঁছেই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। গাড়ির ছাদে থাকা কর্মীদের কেউ কেউ ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে গুরুতর জখম হন অন্তত তিন জন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং নিয়ে যান জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে (21 July)।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে (21 July)।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং গাড়িটি অতিমাত্রায় দ্রুত গতিতে কেন চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে এক আবেগঘন ও গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর এই দিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার কর্মী রাজ্যের নানা প্রান্ত থেকে সমাবেশে যোগ দেন। কিন্তু এমন এক প্রাণঘাতী দুর্ঘটনা সেই প্রস্তুতির আবহে ছায়া ফেলল।