রবিবার জাতীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এই এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ। রাজ্যের বক্তব্য না মানলে এই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখারও দাবি জানিয়েছেন মমতা।
এই চিঠির পরই পাল্টা চিঠি দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর অভিযোগগুলিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, ভোটের স্বার্থে ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাঁর আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন বলেই এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন।
এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে রয়েছেন। সোমবার দুপুর ১২টায় তাঁর সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা। বৈঠকে ভোটমুখী রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার পাঠানো দুটি চিঠিও কমিশনের আলোচনার টেবিলে রয়েছে।
মুখ্যমন্ত্রীর চিঠিতে অভিযোগ করা হয়েছে, এসআইআর শুনানির সময় রাজ্যের দেওয়া নথি গ্রহণ করা হচ্ছে না। বিশেষ করে রাজ্য সরকারের তরফে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট এসআইআর প্রক্রিয়ায় মান্যতা পাচ্ছে না বলে অভিযোগ। মমতার দাবি, একেকটি রাজ্যের ক্ষেত্রে নির্বাচন কমিশন একেক রকম নিয়ম প্রয়োগ করছে, যা রাজ্যের প্রতি বৈষম্যের ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভুয়ো ভোটারদের তালিকায় ঢোকানোর উদ্দেশ্যেই রাজ্য সরকার এই ধরনের নথি গ্রহণযোগ্য করার চেষ্টা করছে। তাঁর বক্তব্য, এই প্রক্রিয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই দুই বিপরীত দাবির মধ্যে জাতীয় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কোন বক্তব্য গ্রহণ করে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বাংলার ক্ষেত্রেই কেন আলাদা নিয়ম করা হচ্ছে, তার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। প্রতিদিন নিয়ম বদলানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনার কথা তুলে ধরে তাঁর প্রশ্ন, এই পরিস্থিতির দায় কে নেবে।












