বাংলার ক্রিকেটপ্রেমীর চোখ এখন মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে (Women’s ODI World Cup Final)। টানা বৃষ্টির লুকোচুরির পর অবশেষে হয়েছে টস, আর তারপরই শুরু হতে চলেছে মহিলাদের আইসিসি ওডিআই বিশ্বকাপ ফাইনাল। দুপুর ২.৩০টা থেকে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য বারবার মাঠ ঢেকে দেওয়া হয় কভারে (Women’s ODI World Cup Final)। কখনও বৃষ্টি থামছে, আবার শুরু হচ্ছে। অবশেষে বিকেল ৪.৩২ মিনিটে টস সম্পন্ন হয়।
টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন । তিনি জানান, বৃষ্টির কারণে উইকেট কিছুটা আর্দ্র এবং নতুন বল হাতে বোলাররা সুবিধা পাবে। তাঁর মতে এই মাঠে রান তাড়া করে জেতা সম্ভব তাই লক্ষ্য পরিষ্কার— ভারতকে চাপে রাখা।
ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরও জানান, টস জিতলেও তিনিও প্রথমে ফিল্ডিং করতেন। তাঁর কথায়, “বৃষ্টি হয়েছে বলে উইকেটে আর্দ্রতা আছে, বল ভিজে যাবে। তাই শুরুতে তেমন কিছু আশা করছি না। তবে প্রথমে ব্যাটিং করলে মানসিক স্বাধীনতা থাকে।” ফাইনালের আগে কয়েক দিন ধরে দলের সঙ্গে পরিকল্পনা হয়েছে বলে জানান হরমনপ্রীত (Women’s ODI World Cup Final)।
ভারত এবং দক্ষিণ আফ্রিকা— দুই দলই সেমিফাইনালের বিজয়ী একাদশ নিয়েই মাঠে নামছে। স্মৃতি মান্ধানা নিশ্চিত করেন, ভারত অপরিবর্তিত একাদশেই খেলছে। একই সিদ্ধান্ত প্রোটিয়া শিবিরেরও।
পরিসংখ্যান বলছে, শেষ তিনটি মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে যে দল প্রথমে ব্যাট করেছে, সেই দলই ট্রফি জিতেছে। কিন্তু ইতিহাস এবার বদলাবে কি?
স্টেডিয়ামে গ্যালারি ভর্তি। ঢাক-ঢোল বাজছে, জাতীয় পতাকা উড়ছে। কাঁপন ধরানো উত্তেজনা— ভারতীয় সমর্থকদের একটাই স্বপ্ন— ট্রফি উঠুক হরমনপ্রীত কৌরের হাতে, গর্জে উঠুক “চ্যাম্পিয়ন ইন্ডিয়া”!













