Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দাড়িতে সাদা রং, চোখে সময়ের ছাপ—টেস্ট অবসরের আসল কারণ কি এটাই?
খেলা

দাড়িতে সাদা রং, চোখে সময়ের ছাপ—টেস্ট অবসরের আসল কারণ কি এটাই?

virat kohli a
Email :10

লন্ডনের রাস্তায় এক ভিন্ন রূপে ধরা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। পাকা দাড়ি, ভ্রুর ফাঁকে ফাঁকে সাদা চুল, আর গায়ে ঢিলেঢালা পোশাক—ক্রিকেট ভক্তরা যেভাবে কিং কোহলিকে অভ্যস্ত, এ রূপ যেন একেবারেই উল্টো। এক ব্রিটিশ ব্যবসায়ীর সঙ্গে তোলা একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Virat Kohli)। সেই ছবিতে দেখা যাচ্ছে, মাত্র কয়েক মাস আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো এই ভারতীয় ব্যাটসম্যান এখন বেশ স্বাচ্ছন্দ্যে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।

বরাবরই ফিটনেসের জন্য পরিচিত কোহলির শরীরী ভঙ্গি এখনো আগের মতোই শক্তপোক্ত, কিন্তু মুখের দাড়ি-গোঁফে কালোর চেয়ে সাদা রংয়ের আধিক্য চোখে পড়ছে সবার আগে ন। ভক্তদের অনেকেই অবাক, কেউ কেউ আবার খানিকটা আবেগপ্রবণ—“এভাবে কোহলিকে বুড়ো হতে দেখে খারাপ লাগছে।” কেউ মজা করে লিখছেন, “কোহলি বুঝি এখন সত্যিই বৃদ্ধ হয়ে যাচ্ছেন!”

মাস তিনেক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় কোহলি (Virat Kohli) নিজেই এক অনুষ্ঠানে রসিকতার সুরে বলেছিলেন, “যখন চারদিন অন্তর দাড়িতে কলপ করতে হয়, তখনই বুঝতে হবে সময় এসে গেছে।” যুবরাজ সিংয়ের ‘ইউ উই ক্যান’ ফাউন্ডেশনের মঞ্চে এই মন্তব্য করেছিলেন তিনি। সেই কথাই যেন সত্যি প্রমাণ করছে তাঁর নতুন লুক। হয়তো সত্যিই, কলপের ঝামেলা এড়াতেই সাদা জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ‘চেজ মাস্টার’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts