নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলল ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে সেঞ্চুরি করে যে কিশোর দেশজুড়ে চর্চার কেন্দ্র হয়েছিল, সেই বৈভব (Vaibhav Suryavanshi) এবারও আরও অবিশ্বাস্য কিছু করে দেখাল। দোহায় চলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট, সেখানে ভারত ‘এ’ দলের হয়ে নেমে ৩২ বলেই সেঞ্চুরি ঝড়াল বিহারের এই প্রতিভাবান ক্রিকেটার।
শুক্রবার টুর্নামেন্টের প্রথম দিনেই সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে যেন আগুন ছেটাল তার ব্যাট। ওপেন করতে নেমেই ১৫টি বিশাল ছক্কায় স্টেডিয়াম যেন কেঁপে উঠল (Vaibhav Suryavanshi)। ভারত ‘এ’ দল টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রানের অপ্রতিরোধ্য স্কোর গড়ে। শুরুতেই প্রিয়াংশ আর্য রান আউট হয়ে ফেরেন ঠিকই, কিন্তু বৈভব যেন আলাদা গল্প লিখতে নেমেছিলেন। তৃতীয় নম্বরে নামা নমন ধীর অন্য প্রান্তটা ধরে রাখলে বৈভব চালাল তাণ্ডব, বল যেন স্টেডিয়াম ছেড়ে মরুভূমির আকাশ ছুঁতে চাইছিল।
নমন ২৩ বলে ৩৪ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন, অধিনায়ক জিতেশ শর্মাও ঝোড়ো ব্যাটিংয়ে ৩২ বলে ৮৩ করেন। কিন্তু সব আলো কাড়ল একমাত্র বৈভব (Vaibhav Suryavanshi)। ৪২ বলে ১৪৪ রানের বিস্ফোরক ইনিংসে সে একাই যেন ম্যাচকে শিল্পের পর্যায়ে নিয়ে গেল। ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে এই কিশোরের ব্যাটিং দেখলে বোঝা যায় ভারত কী বিশাল প্রতিভা পেতে চলেছে।
মাত্র ১৩ বছর বয়সে মেগা নিলামে রাজস্থান রয়্যালস ৩০ লক্ষ বেস প্রাইস থেকে বেড়ে ১ কোটি ১০ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছিল। তখনই ক্রিকেটমহল বিস্ময়ে হতবাক হয়েছিল। কিন্তু আজ মনে হচ্ছে—হয়তো দামটা এখনও কমই দেওয়া হয়েছিল! ভারত ‘এ’ দলের হয়ে ৩২ বলে সেঞ্চুরি করা কোনও সাধারণ ব্যাপার নয়। বৈভব আবারও প্রমাণ করে দিল, সে শুধু প্রতিভাবান নয়—সে ক্রিকেটের ভবিষ্যৎ, এক নতুন গল্পের শুরু।








