আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) ঘোষণা করেছে, আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে তারা সরে যাচ্ছে। এই সিদ্ধান্ত আসে পাকিস্তানের সেনা বাহিনী পরিচালিত বলে অভিযোগযুক্ত আকাশ আক্রমণে আফগানিস্তানের তিন জন ঘরোয়া ক্রিকেটারের (Afgan Cricketers Killed) মৃত্যু হওয়ার পর।
ACB সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এই হামলাকে “ভয়ঙ্কর এবং কাপুরুষোচিত” আক্রমণ বলে কড়া সমালোচনা করেছে। আফগানিস্তান (Afgan Cricketers Killed) দলের ক্যাপ্টেন রশিদ খানও আকাশ আক্রমণকে “নৃশংস” হিসেবে উল্লেখ করে সিরিজ থেকে সরে আসার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, “এই দুঃখজনক ঘটনার মধ্যে উরগুন জেলা থেকে তিন জন খেলোয়াড় (Afgan Cricketers Killed)—কবীর, সিবঘাতুল্লাহ ও হারুন—সহ আরও ৫ জন নিহত হয়েছেন। সাতজন আহত হয়েছেন।”
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে ১১ অক্টোবর, যখন সীমান্তে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আফগান সেনারা পাকিস্তানের কিছু সামরিক পোস্টে আক্রমণ চালায়, এরপর উভয় পক্ষের মধ্যে ৪৮ ঘণ্টার সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হয়, যা পরে ভেঙে যায় পাকিস্তানের আকাশ আক্রমণের কারণে। এই আক্রমণে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আর্জুন এবং বারমাল জেলায় বসতি এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয় (Afgan Cricketers Killed)।
তালিবান এই আক্রমণকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে সমালোচনা করেছে। দুই দেশের প্রতিনিধি দোহায় বসে আলোচনা চালাচ্ছিলেন, যা সংকট কমাতে এবং সীমান্ত শান্তি বজায় রাখতে সহায়ক হওয়ার কথা ছিল।