ওভাল টেস্টে রুদ্ধশ্বাস জয়ে ইতিহাস গড়ল শুভমান গিলের ভারত! মাত্র ৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে অ্যাণ্ডারসন-তেন্ডুলকর ট্রফির (২০২৫) শেষ টেস্টে দুর্দান্ত জয় তুলে নিল টিম ইন্ডিয়া (Team India)। সোমবার, ৪ আগস্ট ইংল্যান্ডের মাটিতে এই টেস্ট ম্যাচে ৩৭৪ রানের টার্গেট রক্ষা করে অভাবনীয় কৃতিত্ব দেখাল ভারতীয় দল। পঞ্চম দিন সকালে ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান, হাতে ছিল ৪টি উইকেট। তবুও ঘুরে দাঁড়িয়ে লড়াই করে ভারতের জয় ছিনিয়ে আনা – এই জয় যে কত বড়, তা বলে বোঝানো যাবে না (Team India)।
ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে (৩১ জুলাই থেকে ৪ আগস্ট) মোহাম্মদ সিরাজ ছিলেন ভারতীয় জয়ের অন্যতম কান্ডারি। অসাধারণ বোলিং করে তিনি ৩০.১ ওভারে ১০৪ রানে তুলে নেন ৫টি উইকেট। পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণও ছিলেন সমান ভয়ঙ্কর। ২৭ ওভারে ১২৬ রান দিয়ে তুলে নেন ৪টি মূল্যবান উইকেট (Team India)।
এই ৬ রানে জয় ভারতের (Team India) টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে জয়। এতদিন এই রেকর্ড ছিল ২০০৪ সালে ওয়াংখেড়ে টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারানোর। সেই ঐতিহাসিক রেকর্ডও এবার পেছনে ফেলল গিলের দল।
ভারতীয় ক্রিকেটের এই জয় শুধু একটা ম্যাচ জয় নয়, বরং মানসিক দৃঢ়তা, টিম স্পিরিট ও পরিকল্পনার নিখুঁত বাস্তবায়নের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। শেষদিন ৩৫ রান করতে গিয়ে মাত্র ২৮ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড। জয়ের পর মাঠে ভারতীয় খেলোয়াড়দের উল্লাস ছিল দেখার মতো।
এই জয় দিয়ে অ্যাণ্ডারসন-তেন্ডুলকর ট্রফি ২০২৫ ভারতীয় দলের দখলে এল। শুভমান গিলের নেতৃত্বে এই সাফল্য ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করল।