Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • অবশেষে ঘোষণা! কলকাতায় টি-২০ বিশ্বকাপ সেমিফাইনাল—ইডেনে ৭ ম্যাচের মহোৎসব
খেলা

অবশেষে ঘোষণা! কলকাতায় টি-২০ বিশ্বকাপ সেমিফাইনাল—ইডেনে ৭ ম্যাচের মহোৎসব

t-20 world cup
Email :19

অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হয়েছে আগামী টি-২০ বিশ্বকাপ (T-20 world cup) ২০২৬-এর ভেনু তালিকা। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে এ বারের কুড়ি-বিশের মহারণ। ভারত পেয়েছে পাঁচটি শহরে আয়োজনের সুযোগ, আর শ্রীলঙ্কায় ম্যাচ হবে তিনটি মাঠে। ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে আরও এক খবর—ইডেন গার্ডেন্স পেয়েছে সেমিফাইনালের দায়িত্ব (T-20 world cup)।

এর পাশাপাশি আইসিসি চমক দিল রোহিত শর্মাকে বিশেষ ভূমিকায় রেখে। ভারতের হয়ে দু’বার বিশ্বকাপজয়ী এই তারকাকে এবার টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (T-20 world cup)। বিশ্বকাপে তাঁকে দেখা যাবে প্রচারমূলক নানা কর্মসূচিতে। ক্রিকেটবিশ্ব এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, কারণ রোহিত আধুনিক ক্রিকেটের এক মূল্যবান মুখ।

ভারতে ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম, মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম—আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (T-20 world cup)। শ্রীলঙ্কায় ম্যাচ হবে ক্যান্ডির পাল্লেকেলে, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম এবং সিনহেলসে স্পোর্টস ক্লাবে।

বিশ্বকাপের সূচিতেও এসেছে চমক। পাকিস্তান সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচ হবে কলকাতায় নয়, কলম্বোতে। একই নিয়ম ফাইনালের ক্ষেত্রেও। তাই ভেনু নির্ধারণ এখন আংশিক শর্তসাপেক্ষ। প্রথম সেমিফাইনাল নির্ধারিত ৪ মার্চ, দ্বিতীয়টি ৫ মার্চ এবং মহার্ঘ ফাইনাল ৮ মার্চে।

প্রথম দিনেই হবে তিন ম্যাচ। পাকিস্তান–নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ–বাংলাদেশ এবং ভারত–আমেরিকা—এত বড় sports event-এর এমন দুর্দান্ত সূচনা বিরল।

ইডেন গার্ডেন্সে মোট ৭টি ম্যাচের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৬টি নিশ্চিত। ফেব্রুয়ারি থেকে মার্চ—প্রায় এক মাস ধরে কলকাতায় ক্রিকেটের উৎসব চলবে। ইংল্যান্ড, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি—সবাই নামবে ঐতিহাসিক ইডেনে। সুপার এইটের একটি ম্যাচ এবং তারপর সেমিফাইনালও পেতে পারে কলকাতা।

বহু ক্রিকেটপ্রেমীর মতে, ইডেনে এমন সুযোগ পাওয়া শুধু বাংলার নয়, সমগ্র ভারতেরই গর্ব। ২০১৬ টি-২০ বিশ্বকাপের স্মৃতি আবার ফিরে আসবে বলেই মনে করছে কলকাতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts