রবিবার ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ খেলেও মাত্র ১ রানে হেরে যায় রাজস্থান রয়্যালস (Vaibhav Suryavanshi)। সেই ম্যাচেই ফের চর্চায় উঠে এলেন রাজস্থানের উঠতি প্রতিভা, ১৪ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বৈভবের (Vaibhav Suryavanshi) সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়পুরে ৩৫ বলে রেকর্ড সেঞ্চুরি করে নজর কাড়লেও, পরের দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বৈভব। নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৪ রানেই সাজঘরে ফেরেন তিনি। তার আগের ম্যাচে করেছিলেন শূন্য।
তবে পারফরম্যান্সে এই ওঠানামার মধ্যেই বড় প্রাপ্তি বৈভবের জন্য—ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎ। রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচের পর সঞ্জু স্যামসন ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে সৌরভের দেখা হওয়ার আগে বৈভবের সঙ্গেও সৌরভ কথা বলেন। পরে সেই ভিডিওটি টাইমলাইন থেকে সরিয়ে নেওয়া হয়।
সংবাদ প্রতিদিন-এর প্রতিবেদন অনুযায়ী, সৌরভ বৈভবের ব্যাট হাতে নিয়ে পরীক্ষা করে বলেন, এই বয়সে ওর ব্যাট একটু ভারী। তবে ছোট্ট এই ক্রিকেটারকে উৎসাহ দিতে তিনি বলেন, “আমি তোমার খেলা দেখেছি। তুমি যেভাবে নির্ভীক ক্রিকেট খেলো, সেভাবেই খেলতে থাকো। খেলা পরিবর্তন করার কোনও প্রয়োজন নেই।”
উল্লেখ্য, সোয়াই মানসিং স্টেডিয়ামে দুর্দান্ত সেঞ্চুরি করে বৈভব টি-টোয়েন্টিতে শতরান করা সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। তাঁর ৩৫ বলের সেই ইনিংস আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম এবং সামগ্রিকভাবে দ্বিতীয় দ্রুততম শতরান।
দেশজুড়ে তরুণ প্রতিভাদের মধ্যে আলোচনার কেন্দ্রে থাকা বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়ানোয় সৌরভের এই বার্তা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে এই উঠতি তারকাকে।