ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) এবং সুরকার পালাশ মুচ্ছলের বিয়ে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল। কয়েক সপ্তাহের জল্পনার পর অবশেষে নিজেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করলেন স্মৃতি (Smriti Mandhana)। তিনি জানান, দুই পরিবারের সিদ্ধান্তেই বিয়ে আর হচ্ছে না এবং এই বিষয়ে তিনি আর কোনও আলোচনা চান না।
৭ ডিসেম্বর স্মৃতি ইনস্টাগ্রামে একটি ছোট বিবৃতি দেন। তিনি (Smriti Mandhana) লেখেন, গত কয়েক সপ্তাহ ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা ঘুরছে। তিনি খুব ব্যক্তিগত মানুষ, কিন্তু পরিস্থিতি স্পষ্ট করতে গিয়ে জানালেন—বিয়ে বাতিল। স্মৃতির অনুরোধ, দুই পরিবারকে কিছুটা ব্যক্তিগত সময় ও সম্মান দেওয়া হোক।
স্মৃতি (Smriti Mandhana) আরও জানান, তাঁর জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ভারতের হয়ে খেলা এবং দেশের জন্য ট্রফি জেতা। যেকোনও পরিস্থিতিতেই সেই লক্ষ্য থেকে তিনি সরে আসবেন না। তাঁর কথায়, এবার সামনে তাকানোর সময়।
ভারত নারী দলের বিশ্বকাপ জয়ের পর স্মৃতি–পালাশের বিয়ে নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের মাঠেই পালাশ স্মৃতিকে প্রপোজ করেছিলেন এবং দু’জনেই এনগেজমেন্ট সারেন। ২৩ নভেম্বর ২০২৫ সালে সাংলিতে বিয়ের তারিখও ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের দিনই স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করতে হয়। এরপর মানসিক চাপে পালাশকেও হাসপাতালে যেতে হয়। দুই পরিবার মিলে ঠিক করে বিয়ে আপাতত স্থগিত রাখে।
এরপরই নানা রকম গুজব ছড়িয়ে পড়ে। এমনকী পালাশকে নিয়ে ব্যক্তিগত অভিযোগও ওঠে। কিন্তু তাঁর পরিবার সেই অভিযোগ অস্বীকার করে জানায়, এগুলো ভিত্তিহীন কথা।
সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের সব ছবি সরিয়ে দেন স্মৃতি(Smriti Mandhana) এবং বিয়েতে উপস্থিত ভারতীয় খেলোয়াড়রাও এ বিষয়ে নীরব থাকেন। দলের সহ খেলোয়াড় জেমিমা রডরিগেজ ব্যক্তিগতভাবে স্মৃতির পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ থেকেও সরে দাঁড়ান।
৭ ডিসেম্বর প্রথমবার মুখ খোলেন স্মৃতি। তাঁর পরেই পালাশও একটি বিবৃতি দেন। তিনি জানান, তিনিও নিজের জীবন নিয়ে সামনে এগিয়ে যেতে চান। ভিত্তিহীন গুজবের জেরে তাঁকে আঘাত করা হচ্ছে এবং তিনি আইনগত ব্যবস্থা নেবেন তাঁদের বিরুদ্ধে, যারা তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছেন।
জানা গেছে, স্মৃতি (Smriti Mandhana) এখন সম্পূর্ণভাবে ক্রিকেটেই মন দেবেন। তাঁর ইনস্টাগ্রাম থেকে দেখা যাচ্ছে, তিনি এনগেজমেন্ট রিং-ও খুলে ফেলেছেন। আগামী মরসুমে মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব দেবেন তিনি।
সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেট দুনিয়ার অন্যতম আলোচিত সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে ইতি পেল—এবার দু’জনেই নিজের পথে এগিয়ে যেতে চান।








