ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভয়ঙ্কর লজ্জায় পড়ল পাকিস্তান। মাত্র ৯২ রানে গুটিয়ে গিয়ে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানদের দল গড়ল এক বিব্রতকর রেকর্ড। এই হতাশাজনক পারফরম্যান্সে চরম ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)। তাঁর (Shoaib Akhtar) তীর এবার পাকিস্তানের ব্যাটারদের দিকে, পাশাপাশি সাদা বলের হেড কোচ মাইক হেসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
এক টিভি চ্যানেলে শোয়েব (Shoaib Akhtar) বলেন, “হেসন হয়তো ভালো টি-টোয়েন্টি কোচ, কিন্তু ওয়ানডে ফরম্যাটে তাঁর দক্ষতা নিয়ে আমার বড় সন্দেহ আছে। আমি জানি না, ওয়ানডের জন্য তিনি দলে কী বদল এনেছেন। এই ফরম্যাটে যদি সেরা মানের ক্রিকেটাররা না খেলে, এমন লজ্জাই অপেক্ষা করবে।”
শোয়েব (Shoaib Akhtar) আরও কটাক্ষ করে বলেন, “ওদের ভাগ্য ভালো যে ওয়েস্ট ইন্ডিজ দলে প্যাট কামিন্স বা মিচেল স্টার্ক ছিল না। যখনই কঠিন কন্ডিশনে খেলতে যাই, আমাদের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট হয়ে যায়।”
তিনি টিম ম্যানেজমেন্টের ব্যর্থতাও তুলে ধরেন। আখতারের বক্তব্য, “শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই, যদি সঠিক পরিকল্পনা না থাকে। ভালো মানের অলরাউন্ডার, ব্যাটার, বোলার বা স্পিনার ছাড়া ৫০ ওভারের ম্যাচ খেলা যায় না। পেস সহায়ক উইকেটে সব সময়ই পাকিস্তানের আসল অবস্থা প্রকাশ পায়। আমাদের আগে মানসিকতা বদলাতে হবে, সেই পরিবেশ তৈরি করতে হবে, আর আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে খেলতে হবে।”