Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৬৯ বছরের অভিজ্ঞ রেফারি অ্যান্ডি পাইক্রফট ফের ভারত-পাক দ্বৈরথে! শোনা হল না পাকিস্তানের বায়না
খেলা

৬৯ বছরের অভিজ্ঞ রেফারি অ্যান্ডি পাইক্রফট ফের ভারত-পাক দ্বৈরথে! শোনা হল না পাকিস্তানের বায়না

India pakistan reffari
Email :101

রবিবার ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ফের ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft)। পাকিস্তান প্রথমে দাবি করেছিল, পাইক্রফটকে (Andy Pycroft) ওই ম্যাচ থেকে সরানো হোক। তাদের অভিযোগ, পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আঘাকে নির্দেশ দিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর। পাকিস্তান বোর্ড চেয়েছিল, এই কারণে তাকে ম্যাচ রেফারি হিসেবে রাখা হোক না।

আইসিসি প্রাথমিকভাবে পাকিস্তানের অভিযোগ পরীক্ষা করলেও পাইক্রফটকে সরানোর ব্যাপারে রাজি হয়নি। আইসিসি জানিয়েছে, এই বিতর্কে পাইক্রফটের (Andy Pycroft) কোনও ভূমিকা নেই। তাই ৬৯ বছর বয়সী অভিজ্ঞ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেই রবিবারের ভারত-পাক ম্যাচে দায়িত্ব দেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, পাইক্রফট  যথেষ্ট পেশাদারভাবে পরিস্থিতি সামলাতে সক্ষম।

উল্লেখ্য, ম্যাচের আগে সূর্যকুমারের কাছে নির্দেশ আসে সলমনের সঙ্গে হাত মেলানোর। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই নির্দেশ এসেছে বিসিসিআইয়ের কাছ থেকে এবং ভারত সরকারের সম্মতিও ছিল। কিন্তু টসের মাত্র চার মিনিট আগে এই নির্দেশ পাইক্রফটকে জানানোর কারণে পাকিস্তান বোর্ডকে আগেই জানানো সম্ভব হয়নি। এ কারণে, মাঠে সলমন নিজেই পাইক্রফটকে বিষয়টি জানায়।

যদি সলমন টসের পর সূর্যকুমারের সঙ্গে হাত মেলাতেন এবং ভারত অধিনায়ক তা প্রত্যাখ্যান করতেন, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে যেত। এই পরিস্থিতিতেই পাইক্রফটকে ফের ম্যাচ রেফারি হিসেবে রাখা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts