Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • ১৮ বছর পর প্রথম ট্রফি জিতল আরসিবি! কিন্তু জানেন, একসময় কোহলিকে বাদ দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট?
খেলা

১৮ বছর পর প্রথম ট্রফি জিতল আরসিবি! কিন্তু জানেন, একসময় কোহলিকে বাদ দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট?

rcb
Email :6

আইপিএলের ইতিহাসে এক অবিশ্বাস্য অধ্যায় রচনা করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২০০৮ সাল থেকে শুরু হওয়া দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার শেষে অবশেষে ২০২৫ আইপিএলে তাদের প্রথম ট্রফি জিতে নিল তারা। দেশজুড়ে লক্ষ লক্ষ সমর্থকদের স্বপ্ন সফল করল এই টিম। আর এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল — নতুন অধিনায়ক রাজত পাটিদারের উপর আস্থা রাখা (Virat Kohli)।

আরও চমকপ্রদ তথ্য সামনে এসেছে এই জয়ের পর। প্রাক্তন আরসিবি অলরাউন্ডার এবং বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের তারকা মঈন আলি এক সাক্ষাৎকারে জানান, ২০১৯ সালে যখন আরসিবি লিগ টেবিলের একেবারে নিচে শেষ করেছিল, তখনই ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) সরানোর পরিকল্পনা করেছিল। সেই সময় মাত্র ১৪ ম্যাচে ৫টি জয়েই থেমে যায় আরসিবির অভিযান।

মঈনের কথায়, “হ্যাঁ, আমি নিশ্চিত, ওকে সরানোর পরিকল্পনা করা হয়েছিল। যখন গ্যারি কারস্টেন কোচ ছিলেন, তখন পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার আলোচনা হয়েছিল। পার্থিবের ক্রিকেট বুদ্ধি ছিল দারুণ, এবং সেই সময় মনে করা হচ্ছিল, তিনিই হতে পারেন নতুন অধিনায়ক। যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।”

বিরাট কোহলি (Virat Kohli) অবশ্য ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা অধিনায়ক ছিলেন আরসিবির। ২০২১-এ নিজে থেকে অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। এরপর দায়িত্ব নেন ফাফ ডু প্লেসি, যিনি ২০২৪ সাল পর্যন্ত নেতৃত্ব দেন। ২০২৫ মৌসুম শুরুর আগে আবারও গুঞ্জন উঠেছিল, কোহলি ফিরে আসতে পারেন অধিনায়ক হিসেবে। কিন্তু শেষপর্যন্ত দল ভরসা রেখেছিল রাজত পাটিদারের ওপর, এবং সেই সিদ্ধান্তই আজ সোনায় ফলেছে।

অন্যদিকে, পার্থিব প্যাটেল এখন গুজরাট টাইটান্সের সহকারী কোচ হিসেবে কাজ করছেন। পাশাপাশি দিল্লি প্রিমিয়ার লিগের ‘আউটার দিল্লি ওয়ারিয়র্স’ দলের মেন্টরের দায়িত্বও সামলাচ্ছেন তিনি (Virat Kohli)।

বিরাট কোহলি (Virat Kohli) অবশ্য আইপিএলের ইতিহাসে এক অনন্য নজির গড়েছেন—একটিমাত্র ফ্র্যাঞ্চাইজির হয়ে টানা ১৮ বছর খেলার কৃতিত্ব রয়েছে শুধুমাত্র তারই নামে। আর এবার, সেই দলেরই অধিনায়কত্ব ছেড়ে, কোহলি দেখলেন RCB’র ট্রফি জয়ের স্বপ্ন বাস্তব হতে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts