ইংল্যান্ডে ক্রিকেট খেলতে গিয়ে পাকিস্তানি ক্রিকেটার (Pakistan cricketer) হায়দর আলির বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ—এক তরুণীকে ধর্ষণ! অভিযোগ ঘিরে উত্তাল ক্রিকেটমহল, কারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সরাসরি মাঠ থেকেই পাক তারকাকে (Pakistan cricketer) তুলে নিয়ে গেছে ইংল্যান্ড পুলিশ। ২৪ বছর বয়সি এই ব্যাটসম্যান পাকিস্তানের ‘এ’ স্কোয়াডের সদস্য হিসেবে দুইটি তিন দিনের ম্যাচ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিলেন ইংল্যান্ডে।
ম্যাঞ্চেস্টার পুলিশের সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই এক পাক বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে হায়দরের বিরুদ্ধে (Pakistan cricketer)। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার পর থেকে ভুক্তভোগী পুলিশের কাছে বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং প্রয়োজনীয় প্রমাণও সংগ্রহ করা হয়েছে। এরপর বেকেনহ্যাম মাঠে চলা ম্যাচের মাঝেই হায়দরকে (Pakistan cricketer) গ্রেপ্তার করে পুলিশ। যদিও ইংল্যান্ডের আইনি প্রথা অনুযায়ী প্রথমে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি, পরে আন্তর্জাতিক মিডিয়ায় তা ফাঁস হয়ে যায়।
অভিযোগ প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি বিবৃতি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হায়দরকে (Pakistan cricketer) সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, অভিযুক্তকে সব রকম আইনি সহায়তা দেওয়া হবে এবং ইংল্যান্ড পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে বোর্ড। আপাতত জামিনে মুক্তি পেলেও হায়দরের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইংল্যান্ড ছাড়তে পারবেন না তিনি।
এই ঘটনা পাকিস্তানি ক্রিকেটের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিল, বিশেষত আন্তর্জাতিক সফরের মাঝেই এমন মারাত্মক অভিযোগে দলের একজন খেলোয়াড়ের নাম জড়িয়ে পড়ায় চাপে পড়েছে পাক ক্রিকেট বোর্ডও।