ওয়েস্ট ইন্ডিজের কাছে ভয়াবহভাবে হারল পাকিস্তান (Pakistan Cricket Team)। মাত্র ৯২ রানে অলআউট হয়ে ২০২ রানের বিশাল ব্যবধানে হারতে হলো বাবর আজম ও মহম্মদ রিজওয়ানদের। প্রায় ৫০ বছর পর এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের কাছে এত বড় ব্যবধানে হারল পাকিস্তান (Pakistan Cricket Team)।
এই জঘন্য হারের পর প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলি এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন (Pakistan Cricket Team)। তিনি ইউটিউব চ্যানেলে বলেন, “আমি প্রার্থনা করছি যেন ভারত আমাদের বিপক্ষে খেলতে রাজি না হয়। যেমনটা লেজেন্ডস লিগে হয়েছিল। যদি খেলে, এমনভাবে হারাবে যা কল্পনার বাইরে। আমার ধারণা, আমরা খুবই লজ্জাজনকভাবে হারব।”
বসিত (Pakistan Cricket Team) আরও বলেন, “আমার মতে ভারতের চেয়ে আফগানিস্তানের কাছে হারাই ভালো। কারণ আফগানিস্তানের বিপক্ষে হারলে দেশের মানুষ অতটা গায়ে মাখবে না। কিন্তু ভারতের কাছে হারলে সেটা কেউ মেনে নিতে পারবে না।”
মঙ্গলবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৯৪ রান, যেখানে অধিনায়ক সাই হোপ একাই করেন ১২০ রান। জবাবে ব্যাট হাতে নেমে রিজওয়ানরা ক্যারিবিয়ান বোলারদের সামনে টিকতেই পারলেন না। পাঁচজন ব্যাটার—সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক, অধিনায়ক রিজওয়ান, হাসান আলি ও আবরার আহমেদ—শূন্য রানে ফেরেন। বাবর আজম করেন মাত্র ৯ রান, আর দলের পক্ষে সর্বোচ্চ রান ৩০ করেন সলমন আঘা। ক্যারিবিয়ান পেসার জেডেন সেলস ৭.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৬টি উইকেট, যা পাকিস্তানের বিপক্ষে কোনো ওয়েস্ট ইন্ডিজ বোলারের প্রথম হাফ ডজন উইকেট নেওয়ার রেকর্ড। এই করুণ পারফরম্যান্স দেখে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দারুণ শঙ্কায় আছেন বসিত আলি।