পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর নির্মম হামলা চালিয়েছিল পাকিস্তান-ঘনিষ্ঠ এক জঙ্গি সংগঠন (Operation Sindoor)। এই হামলার দায় তারা নিজেরাই স্বীকার করে Operation Sindoor)। ভারত সরকারের তরফে প্রতিশোধ নেওয়ার বিষয়ে কোনও সংশয় ছিল না (Operation Sindoor)। প্রত্যাশিতভাবেই, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর জবাব দিয়েছে ভারতীয় সেনা (Operation Sindoor)।
এই সামরিক অভিযানের মাধ্যমে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে। অপারেশন সিঁদুর এখনও চলছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা সন্ত্রাসমূলক তৎপরতা দেখলেই সেনা কঠোর ব্যবস্থা নেবে—এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যদিও দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর রয়েছে, তবুও পাকিস্তানের তরফে একাধিকবার অনুপ্রবেশ বা হামলার চেষ্টা হয়েছে। তবে প্রতিবারই সেই চেষ্টাকে ব্যর্থ করেছে ভারতীয় সেনা।
এই প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর সামাজিক মাধ্যমে সেনার সাফল্য ও প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন। অপারেশন সিঁদুরের পর একটি পোস্টে সচিন লেখেন, “আমরা এক টিম। একতাই আমাদের শক্তি। সন্ত্রাসবাদের কোনও স্থান নেই।”
তাঁর আরও বার্তা, ১৪০ কোটি ভারতবাসীর ভরসা এবং নিশ্চিন্ত জীবনের পেছনে রয়েছে সীমান্তে লড়াই করা সেনাদের আত্মত্যাগ ও সাহস। অপারেশন সিঁদুরে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান মাস্টারব্লাস্টার।