Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দেশে ফিরেই আইনি জালে আটকে গেলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার! রক্ষা পেতে দরকার কোটিপতি ক্ষমতা!
খেলা

দেশে ফিরেই আইনি জালে আটকে গেলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার! রক্ষা পেতে দরকার কোটিপতি ক্ষমতা!

nitish kumar reddy
Email :19

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভারতীয় অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy)। ইংল্যান্ড সফরে জিম করতে গিয়ে বাঁ হাঁটুতে গুরুতর চোট পান ২২ বছরের এই প্রতিভাবান ক্রিকেটার। স্ক্যানে ধরা পড়ে লিগামেন্টে ক্ষতি, আর তাতেই সফর অসমাপ্ত রেখে দেশে ফিরে আসেন তিনি (Nitish Kumar Reddy)। কিন্তু দেশে ফিরে আরাম নয়, বরং সামনে এসেছে আরও বড় বিপদ। তাঁর বিরুদ্ধে এবার দায়ের হল কোটি টাকার আইনি মামলা।

সূত্রের খবর, নীতীশের (Nitish Kumar Reddy) প্রাক্তন ম্যানেজমেন্ট সংস্থা তাঁর কাছে প্রায় ৫ কোটি টাকা পাওনা রয়েছে বলে দাবি করছে। সেই অর্থ দিতে রাজি না হওয়াতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন সেই সংস্থার সঙ্গে নীতীশের চুক্তির ছেদ ঘটে। পরে এক ভারতীয় ক্রিকেটারের ম্যানেজমেন্ট ফার্মের সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধেন তিনি (Nitish Kumar Reddy)। কিন্তু পুরনো চুক্তি অনুসারে বকেয়া টাকা পরিশোধ না করায় সংস্থাটি দিল্লি হাই কোর্টে মামলা করে।

নীতীশ (Nitish Kumar Reddy) ২০২১ সালে স্কোয়্যার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড নামে একটি ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত হন। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর তাঁর জনপ্রিয়তা বেড়ে যায় এবং একাধিক ব্র্যান্ড তাঁকে নিজেদের বিজ্ঞাপনে নেয়। আর্থিকভাবেও তিনি লাভবান হন। কিন্তু চুক্তি অনুযায়ী ওই সংস্থাকে নির্দিষ্ট অঙ্কের অর্থ দেওয়ার কথা থাকলেও, নীতীশ তা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। সমঝোতার কোনও রাস্তা খুঁজে না পাওয়ায় শেষমেশ আদালতের দ্বারস্থ হয় সংস্থাটি। শুনানি হতে পারে সোমবার।

এই পরিস্থিতি নিঃসন্দেহে নীতীশের কেরিয়ারে বড় ধাক্কা। ২০২৪ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটে তাঁর। এখন পর্যন্ত সাতটি টেস্টে ১৩ ইনিংসে তাঁর রান ৩৪৩, গড় ২৮.৫৮। একটি শতরান এবং ৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ড সফরে দু’টি টেস্টে খেলার পর হঠাৎ চোট এবং আইনি টানাপোড়েন—সব মিলিয়ে দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছেন এই তরুণ ক্রিকেটার।

দিল্লি হাই কোর্ট এই মামলায় কী রায় দেয়, তা শুধু নীতীশের নয়, গোটা ভারতীয় ক্রিকেট মহলেরই নজরে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts