Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • খেলা
  • Neeraj Chopra: পহেলগাঁওয়ে হামলার জেরে দেশপ্রেমকে নিয়ে কটাক্ষ নীরজ চোপড়াকে! পাল্টা উত্তর ‘সোনার ছেলের’
খেলা

Neeraj Chopra: পহেলগাঁওয়ে হামলার জেরে দেশপ্রেমকে নিয়ে কটাক্ষ নীরজ চোপড়াকে! পাল্টা উত্তর ‘সোনার ছেলের’

Email :5

পাকিস্তানের আর্শাদ নাদিমকে ভারতে আমন্ত্রণ জানানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই তাঁর (Neeraj Chopra) দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা। এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করেন নীরজ (Neeraj Chopra)। এবার তাঁর পাশে দাঁড়ালেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত (Neeraj chopra)।

সম্প্রতি কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় একাধিক ভারতীয় নাগরিকের প্রাণহানি হয়। হামলাকারীরা যে পাকিস্তানি মদতপুষ্ট, তা স্পষ্ট। এই আবহেই সামনে আসে নীরজ চোপড়ার আগে থেকে করা আমন্ত্রণের বিষয়টি। তিনি ক্লাসিক জ্যাভলিন থ্রো ইভেন্টে পাকিস্তানের আর্শাদ নাদিমকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন। হামলার পর থেকেই এই নিয়ে নীরজকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।

নীরজ নিজের বক্তব্যে জানান, কাশ্মীরের ঘটনার অনেক আগেই আর্শাদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপরও যেভাবে তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কটাক্ষ চলছে, তা তাঁকে গভীরভাবে আহত করেছে। নীরজ বলেন, দেশের জন্য যেভাবে আত্মত্যাগ করেছেন, তাতে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত অপমানজনক। তিনি আরও জানান, তাঁর মাকেও অপমান করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, ভবিষ্যতেও দেশের নাম বিশ্বের মঞ্চে উজ্জ্বল করবেন।

এই পরিস্থিতিতে নীরজের পাশে দাঁড়িয়ে নিজের সমর্থন জানান যোগেশ্বর দত্ত। ২০১২ সালের অলিম্পিক্স পদকজয়ী এই তারকা বলেন, “নীরজ ভাই, তোমাকে নিজের দেশপ্রেমের প্রমাণ দিতে হবে না—না নিজের কাছে, না অন্য কারোর কাছে। একজন অ্যাথলিট ও সৈনিকই দেশের প্রকৃত গর্ব, যারা আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উড়ায়। আর তুমি তো দুটোই—অ্যাথলিটও, সৈনিকও।”

যদিও সাধারণত রাজনৈতিক ইস্যুতে মুখ খোলেন না যোগেশ্বর, তবে এই ঘটনায় নীরজের প্রতি অন্যায় সমালোচনার বিরুদ্ধে সরব হলেন তিনিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts