দুইবারের অলিম্পিক পদকজয়ী ভারতের নীরজ চোপড়া (Neeraj Chopra) ফের একবার দুর্দান্ত পারফরম্যান্স করলেন। শুক্রবার (২৩ মে), তিনি (Neeraj Chopra) পোল্যান্ডের চোরজোয় অনুষ্ঠিত ‘Janusz Kusocinski Memorial 2025’-এ জ্যাভেলিন থ্রো ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করলেন।
শীতল আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায়, নীরজ (Neeraj Chopra) বেশিরভাগ সময়ই জার্মানির জুলিয়ান ওয়েবার ও গ্রেনাডার আন্ডারসন পিটার্স-এর পিছনে ছিলেন। তবে শেষ রাউন্ডে নিজের সেরা থ্রোটি করে তিনি রানার-আপ স্থানটি নিশ্চিত করেন।
নীরজের সেরা থ্রো ছিল ৮৪.১৪ মিটার, যদিও এটি তার ব্যক্তিগত সেরা ৯০.২৩ মিটার থেকে অনেকটাই কম, যা তিনি সম্প্রতি দোহায় করেছিলেন। প্রতিকূল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় নিজের পারফরম্যান্স উন্নত করেই তিনি আবারও পডিয়ামে জায়গা করে নেন।
এই ফলাফলের মাধ্যমে নীরজ টানা ২২টি প্রতিযোগিতায় প্রথম দুইয়ের মধ্যে শেষ করলেন, যেটি শুরু হয়েছিল ২০২১ টোকিও অলিম্পিকসে তাঁর সোনা জয় দিয়ে।
প্রতিযোগিতার বাকি ফলাফল:
জুলিয়ান ওয়েবার (জার্মানি): ৮৬.১২ মিটার – তিনবারই ৮৫ মিটারের ওপরে থ্রো করেন।
নীরজ চোপড়া (ভারত): ৮৪.১৪ মিটার – শেষ রাউন্ডেই সেরা থ্রো করেন।
আন্ডারসন পিটার্স (গ্রেনাডা): ৮৩.৯৭ মিটার
শুরুতে নীরজ তৃতীয় স্থানে ছিলেন। প্রথম পাঁচ রাউন্ডে তাঁর সেরা থ্রো ছিল ৮১.৮০ মিটার। চতুর্থ রাউন্ডে ফাউল হওয়ার পর তিনি কোচের সঙ্গে আলোচনা করেন, এবং ঠিক পরের দু’টি থ্রোতে দুর্দান্ত উন্নতি ঘটান।
প্রতিযোগিতার একমাত্র অ্যাথলেট হিসেবে নীরজ শেষ রাউন্ডে নিজের সেরা থ্রো করে আন্ডারসন পিটার্সকে টপকে দ্বিতীয় হন।