অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান (Neeraj chopra)। জ্যাভেলিনে ৯০ মিটারের বিশাল মাইলফলক স্পর্শ করলেন ভারতের স্বর্ণপদকজয়ী তারকা অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj chopra)। শুক্রবার (১৬ মে) রাতে কাতারের সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত দোহা ডায়মন্ড লিগে নিজের তৃতীয় থ্রোতেই তিনি এই ঐতিহাসিক কীর্তি অর্জন করেন। ৯০.২৩ মিটার – জাতীয় রেকর্ডের নতুন উচ্চতায় নীরজ (Neeraj chopra)!
২৭ বছর বয়সী নীরজ তার তৃতীয় থ্রোতে ৯০.২৩ মিটার ছুঁয়ে নিজের পুরনো ব্যক্তিগত সেরা (৮৯.৯৪ মিটার)-কেও ছাপিয়ে গেলেন। এর মাধ্যমে তিনি ভারতের প্রথম জ্যাভেলিন থ্রোয়ার হিসেবে ৯০ মিটারের গণ্ডি অতিক্রম করলেন এবং নতুন জাতীয় রেকর্ড গড়লেন।
এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে রয়েছেন কিংবদন্তি কোচ জান জেলেজনি, যিনি নিজেও বিশ্বের সর্বকালের সেরা জ্যাভেলিন থ্রোয়ার হিসেবে খ্যাত। তাঁর বিশ্বরেকর্ড (৯৮.৪৮ মিটার) এখনও অক্ষুণ্ণ।
নীরজ যদিও স্বর্ণ জিততে পারেননি, তবুও তার ধারাবাহিকতা রয়ে গেছে অক্ষুণ্ণ। তিনি প্রতিযোগিতায় শুরু করেন ৮৮.৪৪ মিটার থ্রো দিয়ে, এরপর আসে ঐতিহাসিক থ্রো ৯০.২৩ মিটার। দ্বিতীয় ও পঞ্চম থ্রো ফাউল হয়। এরপর ছিল ৮০.৫৬ মিটার এবং শেষ থ্রো ৮৮.২০ মিটার।
জার্মানির জুলিয়ান ওয়েবার করলেন চমক – ৯১.০৬ মিটার থ্রো করে চ্যাম্পিয়ন! নীরজের দুর্দান্ত পারফরম্যান্সকে ছাপিয়ে যায় জার্মান অ্যাথলিট জুলিয়ান ওয়েবার, যিনি শেষ থ্রোতে ৯১.০৬ মিটার ছুড়ে নিজের ক্যারিয়ার সেরা থ্রো করে সোনা জেতেন। এর আগেও তিনি চারটি থ্রোতে ৮৮ মিটার পেরিয়েছিলেন। ২০২১ সালের টোকিও অলিম্পিক থেকে এখন পর্যন্ত প্রতিটি প্রতিযোগিতায় নীরজ চোপড়া প্রথম বা দ্বিতীয় স্থানেই শেষ করেছেন।
অপর ভারতীয় কিশোর জেনা শেষ করেন ৮ম স্থানে, তার সেরা থ্রো ছিল ৭৮.০৬ মিটার।