Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বিশ্বকাপ জয়ের পরেও দক্ষিণ আফ্রিকার খেলোয়ারদের চোখের জল মোছালেন দীপ্তি রিচারা, মানবিকতার অনন্য উদাহরণ
খেলা

বিশ্বকাপ জয়ের পরেও দক্ষিণ আফ্রিকার খেলোয়ারদের চোখের জল মোছালেন দীপ্তি রিচারা, মানবিকতার অনন্য উদাহরণ

south africa vs India
Email :2

একদিকে বিশ্বজয়ের উচ্ছ্বাস, অন্যদিকে চোখে জল নিয়ে স্বপ্নভঙ্গের বেদনা। ক্রিকেটের মহাযুদ্ধের মঞ্চে এমনই আবেগঘন দৃশ্য ধরা পড়ল রবিবার ওডিআই বিশ্বকাপের ফাইনালে (Women’s World Cup 2025)। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দেশের মেয়েদের হাতে উঠল সেই ট্রফি, যার জন্য ভারত অপেক্ষা করছিল বহু বছর (Women’s World Cup 2025)। স্টেডিয়ামজুড়ে তখন বাঁধভাঙা উল্লাস, জাতীয় পতাকা উড়ছে, ক্রিকেটারদের চোখে আনন্দাশ্রু। কিন্তু সেই আবেগের মাঝেই উঠে এল এক অসাধারণ মানবিক মুহূর্ত— যে দৃশ্য মনে করিয়ে দিল, ক্রিকেট শুধু ব্যাট-বলের খেলা নয়, হৃদয়েরও খেলা (Women’s World Cup 2025)।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটারদের দেখা গেল ভেঙে পড়তে। কেউ মাটিতে বসে কাঁদছেন, কেউ মুখ ঢেকে আবেগ সামলাতে পারছেন না। অধিনায়ক লরা উলভার্ট এবং অভিজ্ঞ মারিজান কাপের চোখেও নেমে আসে অঝোর অশ্রু (Women’s World Cup 2025)। স্বপ্ন হাতছাড়া, বিশ্বকাপ এক চুলের জন্য হার— দুঃখের ভার সামলে ওঠা কঠিন। ঠিক সেই সময়েই ভারতীয় দলের তারকারা যা করলেন, তা ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেবে আলাদা করে।

উল্লাস থামিয়ে এগিয়ে গেলেন স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগজ, রাধা যাদবরা। ট্রফি তুলে ধরা উৎসব ছেড়ে তাঁরা পৌঁছন দক্ষিণ আফ্রিকার হতাশ ক্রিকেটারদের কাছে (Women’s World Cup 2025)। চোখের জল মুছিয়ে দিলেন, জড়িয়ে ধরলেন, পিঠ চাপড়ে বললেন— “তোমরাও লড়েছ, তোমরাও চ্যাম্পিয়ন।” দর্শকাসনে তখন দাঁড়িয়ে করতালির ঝড়।

আইসিসি সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ করতেই তা ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। সারা বিশ্ব থেকে একটাই বার্তা— “জিততে হলে বড় খেলোয়াড় হতে হয়, কিন্তু এভাবে পাশে দাঁড়াতে হলে বড় মানুষ হতে হয়।” নেটিজ়েনদের মন্তব্য— “ট্রফি জেতা গর্বের, কিন্তু এমন মানবিকতা দেশের আসল সম্মান।”

ভারতীয় দলের এই আচরণে শোরগোল বিশ্ব ক্রিকেটমহলে। ইতিহাস গড়া জয়ের দিনেই ভারত দেখাল, ট্রফির থেকেও বড় কিছু আছে— সম্মান, সহানুভূতি এবং স্পোর্টসম্যানশিপ। ট্রফি দেশের ঘরে এল, কিন্তু হৃদয় জিতে নিল পুরো বিশ্বের।

ভারতের মেয়েরা শুধু বিশ্বকাপ জেতেননি, জিতে নিয়েছেন মানুষের মন। বিশ্বজয়ের রাতে এটাই সবচেয়ে উজ্জ্বল ফ্রেম— হাসির সঙ্গেই ভাগ করে নেওয়া কান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts