আন্তর্জাতিক ক্রিকেটে বহু বছর ধরে ভারতের জার্সিতে খেলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন দলকে। কিন্তু এবার নতুন করে প্রশ্ন উঠেছে, ভারতের হয়ে খেলা সেই শামি আদৌ ভোটার কি না। তাঁর ভোটাধিকার সংক্রান্ত নথির প্রমাণ চেয়ে তাঁকে এসআইআর শুনানিতে হাজির হতে বলা হয়েছে (Mohammed Shami)।
বর্তমানে শামি (Mohammed Shami) কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। এই ওয়ার্ডটি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত রয়েছে। তা সত্ত্বেও সোমবার তাঁকে এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়।
এই মুহূর্তে শামি (Mohammed Shami) রাজ্যের বাইরে রয়েছেন। তিনি বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়েছেন রাজকোটে। ৮ জানুয়ারি পর্যন্ত দলের সঙ্গে রাজকোটেই থাকার কথা তাঁর। সেই কারণে সোমবার শুনানিতে উপস্থিত থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।
শামির পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার তিনি শুনানিতে হাজিরা দিতে পারবেন না। তবে ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে তিনি সময় পাবেন এবং সেই সময় শুনানিতে উপস্থিত থাকতে পারেন। নির্বাচন কমিশনের সূত্র জানাচ্ছে, যদি বাংলা দল বিজয় হাজারে ট্রফির পরের রাউন্ডে ওঠে, তাহলে ১২ জানুয়ারি থেকে আবার দলের সঙ্গে যোগ দিতে হবে শামিকে।
শামির এলাকার স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস বলেন, শামি যখন রাজ্যের হয়ে বাইরে গিয়ে খেলছেন, তখন তাঁর এসআইআর সংক্রান্ত যাবতীয় বিষয় দেখভাল করা এবং তাঁকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।
উল্লেখ্য, গত কয়েকদিনে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। কবি জয় গোস্বামী, অভিনেতা দেব, অনির্বাণ ভট্টাচার্য-সহ বহু পরিচিত মুখকে হাজিরা দিতে হয়েছে। সাধারণ মানুষকেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেই তালিকায় এবার যোগ হল তারকা পেসার মহম্মদ শামির নাম। কবে তিনি শুনানিতে হাজিরা দেবেন, তা এখনও স্পষ্ট নয়।









