Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • Mohammed Shami: মহম্মদ সামিকে প্রাণনাশের হুমকি! মুক্তিপণ দাবি করল এক কোটি টাকা
খেলা

Mohammed Shami: মহম্মদ সামিকে প্রাণনাশের হুমকি! মুক্তিপণ দাবি করল এক কোটি টাকা

Email :13

ভারতীয় পেসার মহম্মদ শামিকে (Mohammed Shami) ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রবিবারই এই হুমকির ইমেল হাতে পান তিনি (Mohammed Shami)। এরপর উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় দায়ের হয় FIR (Mohammed Shami)। শামির ভাই হাসিবের দায়ের করা অভিযোগে নাম জড়িয়েছে এক ব্যক্তির—রাজপুত সিন্দার (Mohammed Shami)।

অভিযোগ অনুযায়ী, এই ব্যক্তি শামির কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

বর্তমানে শামি আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। এবারের টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত ৯ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট, যদিও গড় যথেষ্ট বেশি—৫৬.১৭। তবে সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ছিলেন দারুণ ছন্দে—৫ ম্যাচে ৯ উইকেট, বাংলাদেশের বিরুদ্ধে এক ম্যাচে ৫ উইকেট-সহ।

পুলিশ সূত্রে খবর, FIR টি রেজিস্টার করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির (BNS) ২০২৩ সালের ধারা ৩০৮(৪) এবং তথ্য প্রযুক্তি (সংশোধনী) আইন ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায়।

প্রসঙ্গত, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও গত মাসে হুমকি পেয়েছিলেন ইমেলে। বিষয়টি বর্তমানে তদন্ত করছে দিল্লি পুলিশ। গম্ভীর আপাতত পুলিশের নিরাপত্তায় রয়েছেন। দিল্লির DCP (সেন্ট্রাল) ভি. হর্ষ বর্ধন জানিয়েছেন, “গম্ভীরের একটি ইমেল আইডিতে হুমকি বার্তা এসেছে, বিষয়টি তদন্তাধীন। নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত জানানো সম্ভব নয়।”

শামিকে নিয়ে তৈরি হওয়া এই নতুন আশঙ্কা ঘিরে উদ্বেগে ভারতীয় ক্রিকেটমহল। তদন্তে নেমেছে সাইবার সেল ও রাজ্য পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts