Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • মাঠে ঝড় তুললেও হৃদয়ে কেবল মেয়ের মুখ! ইংল্যান্ডে একা থেকে ভেঙে পড়ছেন কে এল রাহুল
খেলা

মাঠে ঝড় তুললেও হৃদয়ে কেবল মেয়ের মুখ! ইংল্যান্ডে একা থেকে ভেঙে পড়ছেন কে এল রাহুল

KL Rahul with daughter
Email :6

ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল (KL Rahul)। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে ইতিমধ্যেই করেছেন ৪২১ রান, গড় ৬০.১৪—দুটি দুর্দান্ত সেঞ্চুরি-সহ। তবু মাঠের বাইরের এক গল্প যেন তাঁকে ভিতরে ভিতরে নাড়া দিচ্ছে বারবার। সদ্যজাত কন্যাসন্তান ইভারাহ-র কথা বলতে গিয়ে টিভি লাইভে কাঁদলেন তিনি (KL Rahul)।

গত মার্চ মাসে, ২৪ তারিখ জন্ম নেয় কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টির কন্যা, ইভারাহ (KL Rahul)। তখন তিনি আইপিএল ২০২৫-এ অংশগ্রহণের জন্য ছুটি নিয়েছিলেন। কিন্তু মাত্র দু’দিনের মধ্যেই ফিরেছিলেন মাঠে, যোগ দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস দলে (KL Rahul)। এরপর আইপিএল শেষ হতে না হতেই জুনের শুরুতে উড়ে যান ইংল্যান্ড, জাতীয় দলের টেস্ট সিরিজে অংশ নিতে।

গতকাল, সনির ক্রীড়া সম্প্রচারে প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পুজারার সঙ্গে কথোপকথনে এই ব্যক্তিগত অনুভূতির কথা শেয়ার করেন রাহুল (KL Rahul)। মেয়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বলেন, “এটা আমার ও আমার পরিবারের জীবনের এক অসাধারণ সময়। আমি বরাবরই শিশুদের খুব ভালবাসি, বহু বছর ধরে নিজের সন্তান চেয়েছি। অবশেষে ইভারাহ আমাদের জীবনে এসেছে। সে এক অসাধারণ মেয়ে। ও আমাদের জীবন আলোকিত করেছে।”

রাহুল আরও জানান, ইংল্যান্ড সফরের আগে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সদের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়াটাও ছিল এক কঠিন সিদ্ধান্ত। কারণ সদ্যোজাত সন্তান ও স্ত্রীর কাছ থেকে দূরে থাকা এক মুহূর্তের জন্যও সহজ নয়।

মাঠে ঠান্ডা মাথায় স্ট্রোক খেলেন ঠিকই, কিন্তু পরিবারের কথা উঠলেই দুর্বল হয়ে পড়েন কে এল রাহুল—এদিন তা চোখের সামনে স্পষ্ট হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts