শনিবার (১৭ মে) কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র মধ্যেকার আইপিএল ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় (IPL 2025)। বহুদিন পর মাঠে বিরাট কোহলিকে ফেরার অপেক্ষায় ছিলেন ভক্তরা (IPL 2025), কিন্তু সেই প্রত্যাবর্তন আর হল না (IPL 2025)।
তথ্য অনুযায়ী, ম্যাচ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগে থেকেই শহরে বৃষ্টি শুরু হয় (IPL 2025)। তারপর থামার নামই নেয়নি। অবশেষে রাত ১০টা ২৫ মিনিটে ম্যাচ অফিসিয়ালরা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন।
এই ফলাফলে RCB পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে, KKR এবার পুরোপুরি আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেল।
পয়েন্টস টেবিল :
RCB – ১১টি ম্যাচে ৮টি জয়, ৩টি হার, ১৭ পয়েন্ট, NRR: +0.482
KKR – ১৩টি ম্যাচে ৫টি জয়, ৬টি হার
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন RCB এখন তাদের শেষ লিগ ম্যাচে ২৫ মে দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে।
অরেঞ্জ ক্যাপ:
১. সুর্যকুমার যাদব (মুম্বাই ইন্ডিয়ান্স) – ১২ ম্যাচে ৫১০ রান
২. সাই সুদর্শন (গুজরাট টাইটানস) – ১২ ম্যাচে ৫০৯ রান
৩. শুভমান গিল (GT অধিনায়ক) – ১২ ম্যাচে ৫০৮ রান
৪. বিরাট কোহলি – ৫০৫ রান
৫. জস বাটলার – ৫০০ রান (লিগ পর্ব শেষেই আইপিএল ছাড়বেন)
পার্পল ক্যাপ:
প্রসিদ্ধ কৃষ্ণা ও নূর আহমেদ – দুজনেই ২০টি করে উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে
জশ হ্যাজলউড ও ট্রেন্ট বোল্ট – ১৮টি করে উইকেট
জশ হ্যাজলউড এখনও অস্ট্রেলিয়ায়। তিনি RCB-র প্লে-অফ ম্যাচের জন্য দলে যোগ দেবেন। তিনি বর্তমানে কাঁধের চোট কাটিয়ে উঠছেন ব্রিসবেনে। IPL শেষ হলে ইংল্যান্ডে World Test Championship ফাইনালের জন্য রওনা হবেন।