চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের পর এবার প্লে-অফের (IPL-2025) দৌড় থেকে ছিটকে গেল গত বারের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ। কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল প্যাট কামিন্সের দল (IPL-2025)। দুর্দান্ত শুরুর পরও জয় নয়, ভাগ্যে জুটল হতাশা—কারণ, বৃষ্টি সব পরিকল্পনা ভেস্তে দিল (IPL-2025)। ম্যাচ বাতিল হওয়ায় দুই দল পায় ১ পয়েন্ট করে, যা কার্যত সানরাইজার্সের জন্য টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘণ্টা বাজায় (IPL-2025)।
এই মুহূর্তে সানরাইজার্সের সংগ্রহ ৭ পয়েন্ট। হাতে রয়েছে তিনটি ম্যাচ। সেগুলির সবকটিতে জিতলেও সর্বোচ্চ পৌঁছবে ১৩ পয়েন্টে। ইতিমধ্যেই টেবিলে চারটি দল ১৪ বা তার বেশি পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। ফলে যেকোনও হিসাবেই প্লে-অফে ওঠার রাস্তা বন্ধ হয়ে গেল সানরাইজার্সের সামনে। আজকের ম্যাচ জিতলেও সম্ভাবনা ছিল ক্ষীণ, তবে এখন সেটুকুও নেই।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। দুরন্ত শুরু করেন তিনি নিজেই, সঙ্গে বাকি পেসাররাও। দিল্লির টপ অর্ডার একেবারে ভেঙে পড়ে—মাত্র ২৯ রানে ৫ উইকেট। তবে মিডল অর্ডারে ত্রিস্তান স্টাবস ও আশুতোষ শর্মা দলের সম্মান রক্ষা করেন—দু’জনেই করেন ৪১ রান। শেষপর্যন্ত দিল্লি তোলে ৭ উইকেটে ১৩৩ রান।
টার্গেটটি খুব একটা কঠিন ছিল না। মনে হচ্ছিল, অনায়াসে জয় পাবে হায়দরাবাদ। কিন্তু দিল্লির ইনিংস শেষ হওয়ার পরপরই নামে বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। ম্যাচ বাতিল ঘোষণা করেন আম্পায়াররা।
এই ফলাফল দিল্লির কাছেও কিছুটা হতাশাজনক। তাদের এখন ১৩ পয়েন্ট। যদিও তারা এখনও টুর্নামেন্টে রয়েছে, তবে বাকি ম্যাচে সামান্য ভুলও প্লে-অফে জায়গা পাওয়ার লড়াই কঠিন করে দিতে পারে।