Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ইতিহাস গড়ল ভারত! টেস্ট দলে একসঙ্গে পাঁচ বাঁহাতি ব্যাটার — আগে কখনও হয়নি এমন ঘটনা
খেলা

ইতিহাস গড়ল ভারত! টেস্ট দলে একসঙ্গে পাঁচ বাঁহাতি ব্যাটার — আগে কখনও হয়নি এমন ঘটনা

indian cricket a
Email :1

ভারতের টেস্ট ক্রিকেট (Indian Cricket Team) ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম। ২৩ জুলাই বুধবার শুরু হওয়া অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচে প্রথমবারের মতো একাদশে জায়গা পেয়েছেন পাঁচজন বাঁহাতি ব্যাটার (Indian Cricket Team) । ভারতের ৫৯২তম টেস্ট ম্যাচে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে, যা আগে কখনও দেখা যায়নি।

চতুর্থ টেস্টে ভারতীয় দলে (Indian Cricket Team) জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর — এই পাঁচ বাঁহাতি ব্যাটার। যদিও অতীতে একাধিকবার চার বাঁহাতি ব্যাটারের সঙ্গে টেস্ট খেলেছে ভারত, তবে পাঁচ বাঁহাতির সংমিশ্রণ এই প্রথম।

দলের একাদশেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন (Indian Cricket Team) । প্রথমবারের মতো টেস্ট ক্যাপ পেলেন হরিয়ানার ২৪ বছর বয়সী ফাস্ট বোলার অংশুল কাম্বোজ। তাঁকে খেলানো হয়েছে আকাশ দীপের পরিবর্তে। তামিলনাড়ুর সাই সুদর্শন আবারও সুযোগ পেয়েছেন প্রথম একাদশে, তিনি করুণ নায়ারের জায়গায় তিন নম্বরে ব্যাট করবেন। আর মহারাষ্ট্রের অলরাউন্ডার শার্দুল ঠাকুর ফিরেছেন নীতীশ কুমার রেড্ডির পরিবর্তে, যিনি হাঁটুর চোটের কারণে শেষ দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন।

এই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে অনিশ্চয়তা ছিল। লর্ডস টেস্টের প্রথম দিন আঙুলে চোট পাওয়ার পর তাঁর খেলা নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে তিনি চোট কাটিয়ে সময়মতো ফিট হয়ে ওঠেন এবং একাদশে জায়গা ধরে রাখেন। চলতি সিরিজে পন্থ দুর্দান্ত ছন্দে রয়েছেন — হেডিংলিতে প্রথম টেস্টে তিনি দুই ইনিংসে করেন ১৩৪ ও ১১৮ রান। দ্বিতীয় টেস্টে এডবাস্টনে করেন ২৫ ও ৬৫। লর্ডসে ইনজুরি নিয়েও ব্যাট করে করেন ৭৪ ও ৯ রান।

ভারতের একাদশে আছেন যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অধিনায়ক শুভমান গিল, উইকেটকিপার ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, অভিষেককারী অংশুল কাম্বোজ, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts