ভারত বনাম দক্ষিণ আফ্রিকা— মহিলাদের বিশ্বকাপের মহা ফাইনাল (Women’s World Cup Final) হতে এখনও দু’দিন বাকি। কিন্তু তার আগেই শুরু হল চরম উত্তেজনা আর হইচই। কারণ? উইকিপিডিয়ায় ফাইনালের ফল প্রকাশ হয়ে গেল আগেভাগে! সেখানে লেখা হয়েছিল, ভারত নাকি দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানে হারিয়ে বিশ্বকাপ জিতেছে (Women’s World Cup Final)। শুধু তাই নয়, স্কোরও দেওয়া ছিল— ভারত ৫০ ওভারে ৩২৬/৫, আর দক্ষিণ আফ্রিকা অলআউট ২৮৫ তে। যদিও সেই হিসেব মিলছে না— সেই স্কোরে জেতা উচিত ছিল ১০১ রানে। সঙ্গে ছিল একটি স্কোরকার্ডের লিঙ্ক, কিন্তু সেটি ছিল পুরনো ম্যাচের।
স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা হতবাক! প্রশ্ন উঠল— ফাইনাল হওয়ার আগেই ফল এল কী করে (Women’s World Cup Final)? পরে অবশ্য বোঝা গেল, কেউ ইচ্ছা করে এই ভুয়ো তথ্য ঢুকিয়েছে। উইকিপিডিয়ার নিয়ম অনুযায়ী অনেক পেজ সাধারণ ব্যবহারকারীও সম্পাদনা করতে পারেন। কোনও বিশেষ ইউজার হয়তো মজা করেই আগাম ফল লিখে দেন। পরিষ্কার হলো— এটা শুধু দুষ্টুমি। খুব সম্ভবত এখনই কোনও সম্পাদক ভুল করে ফেলেছেন বা করবেন (Women’s World Cup Final)।
রবিবার বিকেল ৩টেয় নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে শুরু হবে ফাইনাল। সেমিফাইনালে ভারত দেখিয়ে দিয়েছে তারা কতটা প্রস্তুত— অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে প্রবেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ১২৫ রানে চূর্ণ করেছে ইংল্যান্ডকে (Women’s World Cup Final)। তাই দু’দলের লড়াই এখন সমানে সমান। এই টুর্নামেন্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা— দুই দলই দারুণ ধারাবাহিক, আবার মাঝে কিছু ম্যাচে দুর্বলতাও ধরা পড়েছে। তাই এই ফাইনাল হতে পারে ইতিহাসের সেরা ম্যাচগুলির একটি।
আর একটা বিষয়ও স্পষ্ট— এ বার নতুন বিশ্বচ্যাম্পিয়ন হতে চলেছে ক্রিকেট বিশ্ব। তাই উত্তেজনার পারদ ছোঁয়া-ছুঁই করছে আকাশ। ভারত কি এবার সত্যিই ইতিহাস গড়বে? ওয়েবের মজাই কি সত্যি হবে? এখন চোখ রোববারে।








