দশকের পর দশক ধরে যার অপেক্ষায় ছিল দেশ, সেই স্বপ্ন আজ বাস্তব। ভারতীয় মহিলা ক্রিকেট দল আর স্বপ্নের যোদ্ধা নয়—আজ তারা বিশ্বচ্যাম্পিয়ন ( India Women World Cup)। আবেগে, গর্বে, আনন্দে ডুবেছে দেশ। চোখে জল, মুখে হাসি—এতদিন ধরে জমিয়ে রাখা স্বপ্নকে স্পর্শ করা যায়, অনুভব করা যায়, আর আজ ভারত তা ছুঁয়ে ফেলল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক রোমাঞ্চকর ফাইনালে প্রথমবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল হরমনপ্রীত কউরের দল ( India Women World Cup)। প্রথমে ব্যাট করে ভারত তোলে ৭ উইকেটে ২৯৮ রান—বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৪৬ রানে। ৪৫.৩ ওভারের মধ্যেই শেষ তাদের লড়াই ( India Women World Cup)। সেই সঙ্গে ভারত যোগ দিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের এলিট তালিকায়—বিশ্বজয়ী হিসেবে।
শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং। শেফালি ভার্মা যেন আগুন ঝরালেন ( India Women World Cup) ব্যাট হাতে—৮৭ রানের মহাকাব্যিক ইনিংস, সেই সঙ্গে ২টি গুরুত্বপূর্ণ উইকেট। জীবনের সেরা ম্যাচ তিনি নিজের হাতে লিখলেন। এর পরে শান্ত, পরিণত, কিন্তু প্রাণঘাতী প্রতাপ—দীপতি শর্মার ব্যাট থেকে এল অর্ধশতরান। আর বল হাতে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ছিন্নভিন্ন করে দিলেন তিনি। ম্যাচসেরা তিনিই।
এই জয়ে শুধু ট্রফি নয়, মুছে গেল বহু বছরের বেদনা, অপূর্ণতার যন্ত্রণা। চোখের সামনে দাঁড়িয়ে হাসলেন মিতালি, ঝুলন—কেউ আর মাঠে নেই, কিন্তু এই বিজয় তাদেরও। অঞ্জুম, প্রদীপ, প্রজন্মের পর প্রজন্ম লড়াই করে যে স্বপ্ন বুনেছিল, আজ সেটি বাস্তব।
ড্রেসিংরুমে গান, নাচ, উল্লাস—তবু যেন নিজেরাই বিশ্বাস করতে পারছেন না মেয়েরা। তারা সত্যিই বিশ্বচ্যাম্পিয়ন। যেন ঘোরের মধ্যে রয়েছেন সবাই। আর দেশের মানুষ? সোশ্যাল মিডিয়া উচ্ছ্বাসে ফুটছে। “উইমেন ইন ব্লু” আজ প্রতিটি ভারতীয়ের হৃদয়ের স্পন্দন।
জেমিমা রড্রিগেজ প্রথম ছবি পোস্ট করলেন ট্রফি হাতে। ক্যাপশনে লিখলেন—“Good Morning World!” সঙ্গে স্মৃতি মন্ধানার হাসিমাখা মুখ, ট্রফি হাতে। আরেক ছবিতে রাধা যাদব ও অরুন্ধতী রেড্ডির সঙ্গে লিখলেন—“আমরা কি এখনও স্বপ্ন দেখছি?”
আজকের রাত শুধু একটি ক্রিকেট ম্যাচের সাফল্য নয়—এটি ভারতীয় নারীশক্তির প্রমাণ, ইচ্ছাশক্তির জয়, প্রজন্মের প্রেরণা। ২ নভেম্বর ২০২৫—আজকের দিন ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আজকের নায়িকারা বললেন—“আমরা ভারতের জন্য খেলেছি। এই দেশকে গর্বিত করাই ছিল একটাই লক্ষ্য।”
আর কোটি মানুষের হৃদয় একসঙ্গে বলছে— ভারত মা কি জয়! মেয়েরা, তোমরাই গর্ব। তোমরাই ইতিহাস।











