Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “এই জয় প্রতিটি ভারতীয়র”—মোদি, মমতা, রাহুল ও রাষ্ট্রপতির শুভেচ্ছায় ভাসছে টিম ইন্ডিয়া
খেলা

“এই জয় প্রতিটি ভারতীয়র”—মোদি, মমতা, রাহুল ও রাষ্ট্রপতির শুভেচ্ছায় ভাসছে টিম ইন্ডিয়া

Email :1

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নয়া অধ্যায় (Women’s World Cup 2025)। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত। হরমনপ্রীত কৌরের দলের হাতে উঠল কাঙ্ক্ষিত ট্রফি। এই জয় শুধু ক্রিকেট মাঠের লড়াই নয়, এক যুগের অপেক্ষা, হাজারো স্বপ্ন, অগণিত মেয়েদের আত্মবিশ্বাসের প্রতীক (Women’s World Cup 2025)। এই সোনালি মুহূর্তে অভিনন্দনে ভাসছে গোটা দেশ। রাজনীতি থেকে ক্রীড়া দুনিয়া, শিল্পী থেকে সাধারণ মানুষ—সবার মুখে একই সুর, “ব্রাভো উইমেন ইন ব্লু!”

ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ লিখেছেন, “আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় পেল ভারতীয় দল (Women’s World Cup 2025)। আত্মবিশ্বাস ও প্রতিভার আদর্শ উদাহরণ এই পারফরম্যান্স। গোটা টুর্নামেন্ট জুড়ে যে ধারাবাহিকতা ও সংহতি দল দেখিয়েছে, তা অনবদ্য। এই জয় ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রেরণা দেবে।” তাঁর বার্তার সঙ্গে যুক্ত হয়েছে অসংখ্য জাতীয় গর্বের স্লোগান।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স-এ লিখেছেন, “উইমেন ইন ব্লু আজ গোটা দেশকে গর্বিত করল (Women’s World Cup 2025)। যে লড়াই ও কর্তৃত্ব তারা দেখিয়েছে, তা অনুপ্রেরণা হয়ে থাকবে যুগ যুগ। তোমরা আমাদের হিরো। আরও সাফল্য আসুক, আমরা তোমাদের পাশে আছি।” বাংলার জনতা উচ্ছ্বাসে সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে তুলেছেন শুভেচ্ছার বার্তা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, “প্রথমবার বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করল ভারতীয় মেয়েরা (Women’s World Cup 2025)। এই জয় শুধু প্রতিভারই প্রমাণ নয়, কঠোর পরিশ্রম আর দৃঢ় বিশ্বাসের সাফল্য। এই মুহূর্ত মহিলা ক্রিকেটকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে।” রাষ্ট্রপতির টুইটের নিচে প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স।

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Women’s World Cup 2025) বলেন, “কী গর্বের মুহূর্ত! আমাদের মেয়েরা ইতিহাস তৈরি করল। সাহস, দৃঢ়তা আর দলগত শক্তিতে তারা কোটি মানুষের হৃদয় জিতেছে। তারা শুধু ট্রফি জেতেনি, পুরো জাতির আত্মবিশ্বাস তুলে ধরেছে। জয় হিন্দ!” তাঁর বার্তাও ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

দেশজুড়ে এখন উৎসবের মরসুম। মেয়েদের এই সাফল্যে আলো ঝলমল করছে ঘর-বাড়ি, চা-দোকান থেকে শুরু করে মেট্রো স্টেশন পর্যন্ত। ক্রিকেটারদের বাড়ির সামনে মানুষের ঢল। হরমনপ্রীত-শেফালি-স্মৃতি-দীপ্তিদের নাম উচ্চারণে দিগন্তজোড়া গর্বের নিনাদ।

এই জয় শুধু একটি ট্রফি নয়—এ হল লক্ষ স্বপ্নের জয়, ভারতীয় মেয়েদের আত্মসম্মানের জয়, প্রতিটি মেয়ের হাতে ব্যাট-বল তুলে নেওয়ার শক্তির জয়। ১৯৮৩-২০১১-এর পাশে জায়গা করে নিল ২০২৫—এবার লিখিত হল নয়া মহাকাব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts