দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ধরমশালায় ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ভারত (India Vs South Africa)। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামে সূর্যকুমার যাদবের দল। আর সেই ম্যাচে ভারতীয় বোলারদের সামনে রীতিমতো অসহায় দেখাল দক্ষিণ আফ্রিকা। মাত্র ১১৭ রানেই গুটিয়ে গেল প্রোটিয়াদের ইনিংস (India Vs South Africa)।
রবিবার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শিশির পড়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেন তিনি। তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়। জশপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেলের জায়গায় দলে ঢোকেন হর্ষিত রানা এবং কুলদীপ যাদব। শুরু থেকেই যে এই সিদ্ধান্ত সঠিক ছিল, তা বুঝিয়ে দেন বোলাররা (India Vs South Africa)।
প্রথম ওভারেই অর্শদীপ সিং শূন্য রানে ফেরান রিলি হেনড্রিক্সকে। পরের ওভারের দ্বিতীয় বলেই হর্ষিত রানা আউট করেন কুইন্টন ডি কককে, তাঁর রান ছিল মাত্র ১। এরপর হর্ষিতের বলেই মাত্র ২ রানে ফিরে যান ডেওয়াল্ড ব্রেভিস। প্লেড অন হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এর পর একে একে আউট হন ট্রিস্টান স্টাবস (৯), বশ (৯), দোনোভান ফেরেইরা (২০) এবং মার্কো জানসেন (২)। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে কিছুটা লড়াই করেন অধিনায়ক। তিনি ৪০ বলে ৪৬ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন। তবে তাঁর আউটের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দল।
শেষ ওভারে কুলদীপ যাদব তুলে নেন দু’টি উইকেট। নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ১১৭ রানে। ভারতের হয়ে অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব নেন দু’টি করে উইকেট। হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে নেন একটি করে উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় টিম ইন্ডিয়া।








