ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। জানা গিয়েছে, এবার থেকে পাকিস্তানের সঙ্গে আর কোনও দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করবে না ভারত (India Pakistan Match)। তবে বহুদেশীয় টুর্নামেন্টে মুখোমুখি হলে খেলার অনুমতি দেওয়া হবে। সেই মতো এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার ছাড়পত্র মিলেছে টিম ইন্ডিয়াকে।
উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India Pakistan Match)। পহেলগাঁও হামলার পর থেকেই দেশজুড়ে দাবি উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা উচিত নয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটিরাও সোচ্চার হন। কিন্তু ক্রীড়ামন্ত্রক জানিয়ে দিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ একেবারেই হবে না। তবে বহুদেশীয় প্রতিযোগিতায় ভারত-পাক ম্যাচ চালু থাকবে (India Pakistan Match)।
অন্যদিকে পাক ক্রীড়াবিদদের জন্যও কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র। দ্বিপাক্ষিক সিরিজের জন্য কোনও পাক খেলোয়াড়কে ভারতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এশিয়া কাপ হকি নিয়েও সম্প্রতি তীব্র টানাপোড়েন দেখা দিয়েছে। বিদেশ মন্ত্রক পাক দলকে ভিসা দিলেও শেষমেশ নিরাপত্তার কারণ দেখিয়ে দল পাঠাতে অস্বীকার করেছে পাকিস্তান। এর কয়েক দিনের মধ্যেই ক্রীড়ামন্ত্রকের বড় সিদ্ধান্তে স্পষ্ট, ভারত-পাকিস্তান সম্পর্কের প্রভাব এবার খেলাধুলার মঞ্চেও সরাসরি পড়তে শুরু করেছে।