সিরিজ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া (IND Vs SA)। রায়পুরে ৩৫৮ রান তুলেও জয় পেল না ভারত। বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া সেঞ্চুরিও বৃথা গেল। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা (IND Vs SA)। ফলে তিন ম্যাচের সিরিজ এখন সমতায় এসে দাঁড়াল।
এক সময় মনে হচ্ছিল ভারত হয়তো চারশোর কাছাকাছি পৌঁছে যাবে (IND Vs SA)। কিন্তু বিরাট কোহলি আউট হওয়ার পর শেষ ৬৫ বলে মাত্র ৭৪ রান তুলতে পারে ভারত। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ৩৫৮ রান। রায়পুরের পিচ ও শিশিরের কারণে এই রানও যথেষ্ট কঠিন লক্ষ্য ছিল ভারতের বোলারদের জন্য। সেটাই পরে প্রমাণ হয়ে যায়।
ভারতের এই হারের (IND Vs SA) পিছনে শুধু পরিস্থিতিকেই দায়ী করা যাচ্ছে না। প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব ও হর্ষিত রানা এদিন ঠিকমতো লাইন-লেন্থ রাখতে পারেননি। ফিল্ডিংয়েও একাধিক ভুল হয়, যার ফলে অনেক সহজ রান দিয়ে দেয় ভারত।
ম্যাচের শুরুটা অবশ্য ভালোই করেছিল ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারের মধ্যেই ফিরে যান যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। এরপর ইনিংস সামলান বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়। দু’জন মিলে ১৯৫ রানের জুটি গড়েন। রুতুরাজ আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। ৮৩ বলে ১০৫ রান করে তিনি আউট হন। তাঁর পরেই বিরাট কোহলিও আন্তর্জাতিক কেরিয়ারের ৮৪তম শতরান পূর্ণ করেন। ৯৩ বলে ১০২ রান করেন তিনি।
এরপর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক রাহুল। আগের ম্যাচে ৬০ রান করার পর রায়পুরে তিনি ৩৩ বলে হাফসেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকেন রাহুল। তবে বিরাট আউট হওয়ার পর ভারতের রানের গতি অনেকটাই কমে যায়। ওয়াশিংটন সুন্দর রান আউট হন। রবীন্দ্র জাদেজা ২৭ বলে মাত্র ২৪ রান করেন। সেখানেই ভারতের চারশো রানের স্বপ্ন কার্যত শেষ হয়ে যায়।
এরপর লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা দাপটের সঙ্গেই খেলতে থাকে। তারা নির্ভার ব্যাটিং করে সহজেই ম্যাচ জিতে নেয়। এই হারের ফলে সিরিজ এখন দাঁড়িয়ে ১-১।











