Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • বুমরা হ্যায় তো মুমকিন হ্যায়! ইডেনে আগুন ঝরিয়ে ইতিহাস লিখলেন জসপ্রীত বুমরা
খেলা

বুমরা হ্যায় তো মুমকিন হ্যায়! ইডেনে আগুন ঝরিয়ে ইতিহাস লিখলেন জসপ্রীত বুমরা

jasprit Bumrah
Email :3

‘বুমরা হ্যায় তো মুমকিন হ্যায়’—ভারতীয় ক্রিকেট ভক্তদের মুখে মুখে ঘুরতে থাকা এই জনপ্রিয় লাইনটির আসল মানে আবারও বুঝিয়ে দিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বল হাতে যেন আগুন ঝরালেন ভারতীয় পেস সেনসেশন। পাঁচ উইকেট নিয়ে একার হাতে ভেঙেচুরে দিলেন প্রোটিয়া ব্যাটিং লাইনআপ (Jasprit Bumrah)। সঙ্গে করে ফেললেন এক বিরল রেকর্ডও।

ইডেনে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন বুমরা (Jasprit Bumrah)। দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ছন্দে উঠতে শুরু করেছিল, ঠিক তখনই আঘাত হানলেন তিনি। দশ দশমিক তিন ওভারে রায়ান রিকলটনের স্টাম্প উড়িয়ে প্রথম ধাক্কা দেন (Jasprit Bumrah)। তার পর বারো দশমিক এক ওভারে মার্করামকে ফিরিয়ে দেন নিজের নিখুঁত লেন্থ ও গতির মিশেলে। ইনিংসের মাঝপথে, বত্রিশ দশমিক তিন ওভারে টনি ডি জর্জিকে আউট করে আরও চাপ বাড়ান। দক্ষিণ আফ্রিকার প্রতিরোধের শেষটাও করেন তিনি—পঞ্চান্নতম ওভারে পরপর দু’টি উইকেট তুলে নিয়ে ইনিংস গুটিয়ে দেন মাত্র ১৫৯ রানে (Jasprit Bumrah)।

এই দুর্ধর্ষ স্পেল বুমরাহর কেরিয়ারের ১৬তম টেস্ট ফাইফার। ইডেনে তাঁর বোলিং ছিল চোখে পড়ার মতো শৃঙ্খলাবদ্ধ—১৪ ওভার বল করে ৫টি মেডেন সহ মাত্র ২৭ রান দিয়েছেন, ইকোনমি মাত্র ১.৯২। প্রথম ইনিংসে বুমরাহ ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব পেয়েছেন দু’টি করে উইকেট, অক্ষর প্যাটেল নিয়েছেন একটি (Jasprit Bumrah)।

এই পাঁচ উইকেটের সঙ্গে গড়ে ফেললেন এক ঐতিহাসিক নজিরও। ভারতের মাটিতে ১৭ বছর পর কোনও টেস্টের প্রথম দিনেই ৫ উইকেট নেওয়ার সাফল্য এল তাঁর ঝুলিতে। শেষবার এই কীর্তি করেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেন—২০০৮ সালের ৩ এপ্রিল, আহমেদাবাদে ভারতীয় ব্যাটিং ধ্বংস করে দিয়েছিলেন মাত্র ২৩ রানে ৫ উইকেট তুলে নিয়ে। প্রায় দুই দশক পরে সেই রেকর্ডের পাশে বুমরার নাম জ্বলজ্বল করছে।

ইডেনের বাতাসে বুমরাহর আগুনে স্পেলের ঝড় যেন ছড়িয়ে পড়েছিল (Jasprit Bumrah)। লাইন, লেন্থ, গতি—তিনেই নিখুঁত। প্রতিবারই মনে হচ্ছিল, তিনি বল হাতে নিলেই কিছু একটা ঘটবে। আর মাঠের দর্শকদের উত্তেজনা যেন রানপ্রতি বাড়ছিল। ভারতের পেস আক্রমণে বুমরাহর উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, আবারও প্রমাণ পাওয়া গেল কলকাতার ক্রিকেটের এই নন্দনকাননে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts