Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ইস্টবেঙ্গল জিতলেই সেমি, ড্র হলেই ডেম্পো-ভরসা—জটিল সমীকরণে ডার্বি
খেলা

ইস্টবেঙ্গল জিতলেই সেমি, ড্র হলেই ডেম্পো-ভরসা—জটিল সমীকরণে ডার্বি

durbey
Email :7

কলকাতা ডার্বি মানেই আবেগ। আর এবার সেই আবেগের সঙ্গে যোগ হয়েছে কঠিন সমীকরণ (East Bengal vs Mohun Bagan)। আইএফএ শিল্ড ফাইনালের স্মৃতি এখনও টাটকা। কয়েকদিন আগেই সেই লড়াইয়ে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এবার সুপার কাপে ফের মুখোমুখি লাল-হলুদ ও সবুজ-মেরুন। সেমিফাইনালের টিকিট সামনে। কিন্তু পেতে হলে পেরোতে হবে একের পর এক অঙ্কের পরীক্ষা।

এবার পরিস্থিতি বলছে, ইস্টবেঙ্গলের (East Bengal vs Mohun Bagan) সামনে তুলনামূলক সহজ রাস্তা। বর্তমানে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে তারা। শুক্রবার ডার্বিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। কিন্তু ম্যাচ ড্র হলে তৈরি হবে জটিল সমীকরণ। সেক্ষেত্রে নির্ভর করতে হবে ডেম্পোর ফলের উপর। চেন্নাইয়িনের বিরুদ্ধে ডেম্পো যদি চার গোলের ব্যবধানে জেতে, আর ডার্বি ড্র হয়, তাহলে ইস্টবেঙ্গল ও ডেম্পোর পয়েন্ট এবং গোল পার্থক্য সমান হয়ে যাবে। তখন সেমিফাইনালিস্ট নির্ধারণ হবে লটারির মাধ্যমে। তবে ডেম্পো যদি চার গোলের ব্যবধানে না জেতে, ডার্বি ড্র হলেও সেমিতে উঠবে ইস্টবেঙ্গলই (East Bengal vs Mohun Bagan)।

অন্যদিকে মোহনবাগানের (East Bengal vs Mohun Bagan) সামনে এখন শুধুই এক রাস্তা—জয়। ড্র করলেই বিদায়। প্রথম ম্যাচে চেন্নাইয়িনকে হারিয়ে যাত্রা দুর্দান্ত হলেও ডেম্পোর কাছে পয়েন্ট খোয়ানোয় চাপে আইএসএল চ্যাম্পিয়নরা। সুপার কাপে টিকে থাকতে হলে শুক্রবার ডার্বি জিততেই হবে। নকআউটের ম্যাচ—এখানে ভুলের কোনও জায়গা নেই।

তবে সব হিসেব উলটে দিতে পারে ডেম্পো। ডার্বি ড্র হলে অন্তত পাঁচ গোলের ব্যবধানে জিতলে সেমিতে তারাই যাবে (East Bengal vs Mohun Bagan)। আর চার গোলে জিতলে চলবে লটারি। অর্থাৎ ডার্বিতে গোল মরসুম শুরু হলে সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে।

কলকাতা ময়দানে তাই উত্তেজনা চরমে। একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে টিকে থাকার লড়াই। লাল-হলুদ না সবুজ-মেরুন—আজ কে হাসবে শেষ হাসি, ফুটবলপ্রেমীরা তাকিয়ে মাঠের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts