ডুরান্ড কাপে (Durand Cup 2025) মরসুমের প্রথম ম্যাচেই মিনি ডার্বিতে দাপটের সঙ্গে জয় তুলে নিল মোহনবাগান সুপারজায়ান্ট। ঐতিহ্যবাহী মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে দুর্দান্ত সূচনা করল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের (Durand Cup 2025) বড় চমক— দ্বিতীয়ার্ধের গোটা সময়টা দশ জনে খেলেও মাঠ কাঁপিয়ে গেল মোহনবাগান।
এই জয়ে দলের প্রধান নায়ক লিস্টন কোলাসো। একটি ফ্রি-কিক গোল, একটি পেনাল্টি গোল এবং একটি গোলের অ্যাসিস্ট— লিস্টনের দুরন্ত পারফরম্যান্সেই কার্যত ম্যাচ ঘুরিয়ে দেয় মোহনবাগান। তবে প্রথম থেকেই ম্যাচে ছিল টানটান উত্তেজনা (Durand Cup 2025)।
২২ মিনিটে লিস্টন কোলাসোর ওপর ফাউল হয় মহমেডান বক্সের ঠিক বাইরে। ক্লোজ রেঞ্জ থেকে নেওয়া ফ্রি-কিকেই বল জালে জড়ান তিনি (Durand Cup 2025)। দুরন্ত কার্ভে মারা সেই শট ঠেকানোর উপায় ছিল না মহমেডান গোলকিপারের কাছে। মোহনবাগান এগিয়ে যায় ১-০ গোলে।
তবে প্রথমার্ধের একেবারে শেষে বড় ধাক্কা খায় মোহনবাগান। আপুইয়া সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দ্বিতীয়ার্ধে দশ জনে খেলতে বাধ্য হয় সবুজ-মেরুন শিবির। এই ফাঁক কাজে লাগিয়ে ম্যাচে ফিরে আসে মহমেডান। দ্বিতীয়ার্ধের শুরুতেই লালথনকিমার এক শট রিবাউন্ড হয়ে আসে, এবং তা থেকে গোল করেন অ্যাশলে। ম্যাচ ১-১।
কিন্তু এদিন যেন জেতার অদম্য তাড়না নিয়েই মাঠে নেমেছিল মোহনবাগান। ৬৩ মিনিটে ফের এগিয়ে যায় তারা। লিস্টন মহমেডানের চার ডিফেন্ডারকে ডজ করে অসাধারণ পাস বাড়ান সুহেল ভাটকে। তাঁর প্রথম শট গোলকিপার ফেরালেও, দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়ে দেন সুহেল।
ম্যাচের শেষ লগ্নে মোহনবাগান পায় পেনাল্টি। সেখান থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন লিস্টন কোলাসো। এই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় সবুজ-মেরুনদের হাতে।
দশ জনে খেলেও দুর্দান্ত ছন্দে থাকা মোহনবাগান এই জয়ের ফলে গ্রুপ টেবিলে শীর্ষে উঠে আসে। গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থককে হতাশ করেননি ফুটবলাররা, বরং এক রোমাঞ্চকর জয় উপহার দিয়ে নতুন মরসুমের জন্য প্রত্যাশার ঝুলি আরও খানিকটা ভরিয়ে দিলেন তাঁরা।