মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম শেষ হতেই উত্তেজনার পারদ পৌঁছে গেল চরমে। সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মা (Dipti Sharma)-কে ঘিরেই ছিল সবচেয়ে বড় লড়াই। প্রত্যাশা মতোই তিনিই হলেন এবারের নিলামের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার (Dipti Sharma)। ৩ কোটি ২০ লক্ষ টাকায় নিজের পুরনো দল UP Warriorz-এ ফিরলেন দীপ্তি। আর এই দরেই তিনি মহিলাদের আইপিএলের ইতিহাসে পরপর দু’টি মেগানিলামে আড়াই কোটির বেশি দামে বিক্রি হওয়া একমাত্র ক্রিকেটার হলেন (Dipti Sharma)।
ভারতের বিশ্বকাপ জয়ের পর থেকেই Women’s Premier League নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। এবারের নিলামে মোট ২৭৬ জন ক্রিকেটারের নাম উঠেছিল। বৃহস্পতিবার দীর্ঘ নিলাম শেষে দল পেয়েছেন ৬৭ জন। সব মিলিয়ে ৪০ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি খরচ করেছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে ইউপি ওয়ারিয়র্স।
নিলামের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার আমেলিয়া কের। তাঁকে ৩ কোটি টাকায় দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। তবে নিলামে বড় চমক দেখা যায় অপ্রত্যাশিত কিছু নাম অবিক্রীত থেকে যাওয়ায়। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি-সহ আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা এবছর দল পাননি, যা ক্রিকেট মহলেও আলোচনার জন্ম দিয়েছে।
নিলামের মঞ্চে আর এক বড় আকর্ষণ ছিলেন শিখা পান্ডে। ৪০ লক্ষ টাকার বেস প্রাইস নিয়ে নিলামে নামলেও শেষ পর্যন্ত ২ কোটি ৪০ লক্ষ টাকায় ইউপি ওয়ারিয়র্স তাঁকে দলে নেয়। দীর্ঘদিন পর বড় অঙ্কে দলে ফিরে নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন তিনি।
বিশ্বকাপে ভারতের হয়ে নজর কাড়া ব্যাটার প্রতীকা প্রথম রাউন্ডে দল না পেলেও শেষ পর্যন্ত ৫০ লক্ষ টাকায় ইউপি-ই তাঁকে দলে নেয়। তবে চোটের কারণে টুর্নামেন্টের প্রথম পর্বে হয়তো মাঠে নামতে পারবেন না তিনি।
সব মিলিয়ে এবারের নিলাম ছিল নাটক, চমক আর রেকর্ডে ঠাসা। বিশ্বকাপের সাফল্যের রেশ গিয়েই যে মহিলা ক্রিকেট এখন নতুন উচ্চতায় পৌঁছেছে, তারই স্পষ্ট প্রমাণ মিলল এই মহা নিলামের মঞ্চে।













