Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • এক ম্যাচে নয়, গোটা সিরিজেই আগুন ক্যামেরন গ্রিন! রান তাড়া করে ভাঙলেন বিশ্বরেকর্ড
খেলা

এক ম্যাচে নয়, গোটা সিরিজেই আগুন ক্যামেরন গ্রিন! রান তাড়া করে ভাঙলেন বিশ্বরেকর্ড

green
Email :11

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একক আধিপত্য দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া (Cameron Green)। শেষ ম্যাচে ৫ উইকেটে সহজ জয়ে ইতিহাস গড়ল প্যাট কামিন্সের দল। প্রথমবারের মতো পাঁচ ম্যাচের কোনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে প্রতিটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল অজিরা (Cameron Green)।

শেষ ম্যাচে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে জয়ের পথে এগিয়ে দেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। মাত্র ১৮ বলে ঝোড়ো ৩২ রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি (Cameron Green)। গোটা সিরিজ জুড়ে দুরন্ত ফর্মে থাকা গ্রিন হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়। তবে এখানেই শেষ নয়—এই সিরিজে রান তাড়া করার সময় গ্রিন করেছেন ২০৫ রান, যা বিশ্ব টি-টোয়েন্টি ইতিহাসে chasing বা রান তাড়ার ক্ষেত্রে কোনও এক সিরিজে সর্বোচ্চ রান (Cameron Green)।

এই নজির গড়ে তিনি ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের রেকর্ড, যিনি ২০২৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করে করেছিলেন ২০৩ রান।

এদিকে সিরিজের শেষ ম্যাচেও হতাশ করল ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ঘরের মাঠে মান বাঁচাতে মরিয়া ছিল দলটি। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভারের মধ্যেই তিন উইকেট হারায় তারা। এরপর বেশ কয়েকজন ব্যাটার শুরুটা ভালো করলেও বড় স্কোরে পৌঁছতে ব্যর্থ হন। শেষমেশ ২০ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস। সর্বোচ্চ ৫২ রান করেন শিমরন হেটমায়ার। বল হাতে অস্ট্রেলিয়ার বেন ডোয়ারশিয়াস তুলে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট।

অস্ট্রেলিয়া এবার নজর দেবে আসন্ন আন্তর্জাতিক সিরিজ ও বিশ্বকাপ প্রস্তুতির দিকে। তবে ক্যামেরন গ্রিনের এই রেকর্ড-ভাঙা পারফরম্যান্স এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts